নাক দিয়ে সর্দি গড়িয়ে পড়া, বমি বমি ভাব ও ডায়রিয়াও এবার যুক্ত হল করোনা উপসর্গের তালিকায়। মার্কিন স্বাস্থ্য সুরক্ষা সংস্থা দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এই সযোজন করেছে। এখনও পর্যন্ত ১২টি উপসর্গ থাকলে করোনা আক্রান্ত বলে বিবেচনা করা হচ্ছে।
Advertisment
এখনও পর্যন্ত জ্বর, সর্দি, শ্বাস-প্রশ্বাসের সমস্যা, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, স্বাদ ও ঘ্রাণ না পাওয়া, গলা ব্যথা করোনার উপসর্গ বলে বিবেচিত হয়েছে। ফেডারেল এজেন্সি অনুসারে আক্রান্তের শরীরে উপসর্গ পৃথকভাবে বা অনেক সময় কয়েকটি লক্ষণ একত্রেও ধরা পড়তে পারে।
দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ওয়েবসাইটে (সিডিসি)উল্লেখ, সবকটি উপসর্গের কথা ওয়েবসাইটে বলা হয়নি। কোভিড-১৯ সংক্রান্ত গবেষণা যত এগোবে ততই এ সম্পর্কে তথ্য জানানো হবে। তবে সংস্থা সতর্ক করে জানিয়েছে যে, করোনাভাইরাস শরীরে প্রবেশের ২-১৪ দিন পর উপসর্গগুলো মাথাচাড়া দিতে পারে।
মহামারীর প্রাথমিত পর্বে সিডিসি উল্লেখিত উপসর্গগুলি ছিল জ্বর, শ্বাস-প্রশ্বাসের সমস্যা ও সর্দি। এপ্রিলে সেই তালিকায় সংযোজিত করা হয়, ঠান্ডা লাগা, পেশীর ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা ও স্বাদ ও ঘ্রাণ না উপলোব্ধি করার বিষয়টি।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয় প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, বিশ্বজুড়ে ১ কোটি মানুষ করোনা আক্রান্ত। সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৭ হাজারের বেশি মানুষের। ভারতে কোভিড আক্রান্ত ৫.২৮ লক্ষ ও মৃত ১৬,০৯৫ জন।