এয়ারসেল-মাক্সিস মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম এবং তাঁর পুত্র কার্তি চিদাম্বরমের আগাম জামিন খারিজ করার আবেদন জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে এই আবেদন জানিয়েছে এই কেন্দ্রীয় তদন্ত সংস্থা। শুক্রবার এই আবেদনের শুনানি হবে।
গত ৫ সেপ্টেম্বর বিশেষ আদালতে চিদাম্বরম ও তাঁর পুত্রের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে। সেই মঞ্জুরির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই দিল্লি হাইকোর্টে আবেদন করেছে ইডি।
এয়ারসেল-মাক্সিস মামলায় চিদাম্বরম ও তাঁর ছেলেকে অভিযুক্ত করবার আগে, গত ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি এক বিশেষ আদালত ডিএমকে নেতা তথা প্রাক্তন টেলিকম মন্ত্রী দয়ানিধি মারান, তাঁর ভাই কলানিতি মারান এবং অন্যান্যদের বিরুদ্ধে সিবিআই এবং ইডির আনা অভিযোগ খারিজ করে দেয়।
এরপর এই দুই সংস্থাই এই কেলেংকারিতে চিদাম্বরম ও তাঁর ছেলের নাম যুক্ত করে অতিরিক্ত চার্জশিট দাখিল করে। চিদাম্বরম যখন অর্থমন্ত্রী ছিলেন, সে সময়ে এয়ারসেল-মাক্সিসের ৩,৫০০ কোটি টাকার চুক্তি পাইয়ে দিয়েছিল ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড। এই গোটা বিষয়টিতে বেনিয়ম হয়েছিল বলে অভিযোগ করেই এই মামলা।
Read the full Story in English