মঙ্গলবারই পিএম কেয়ার ফান্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায় গিয়েছে সরকারের পক্ষে। সর্বোচ্চ আদালত জানিয়েছে, পাবলিক চ্যারিটেবল ফান্ড হিসাবে এই তহবিল গঠন করা হয়েছে। তারপরও নতুন করে ওই ফান্ড নিয়ে আক্রমণ শানাল কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। বিজেপি সরকারকে নিশানা করে তাঁর প্রশ্ন, ওই তহবিল বেসরকারিভাবে প্রতিষ্ঠিত হলে অনুদানসমূহকে কেন কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা হিসাবে গণ্য করা হচ্ছে? অন্যান্য বেসরকারি তহবিলের অনুদানও কি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা খাতে ধরা হবে?
একাধিক টুইটে পি চিদাম্বরম প্রশ্ন তুলে লেখেন, 'কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনে কি কেন্দ্র এই তহবিল গঠন করেছে? যদি তা না হয়, তবে কীসের ভিত্তিত কে তহবিল ওই গঠন করল? যদি কেন্দ্র তহবিল গঠন না করে থাকে তবে কেন প্রধানমন্ত্রী ও তিন কেন্দ্রীয় মন্ত্রী ট্রাস্টের সদস্য হলেন? কে তাদের ট্রাস্টি হিসাবে নিয়োগ করল?'
দেশের প্রাক্তন অর্থমন্ত্রীর জিজ্ঞাস্য, 'যদি ওই তহবিল বেসরকারি হয়ে থাকে তাহলে সেখানে জমা করা অর্থ কেন কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা খাতে অনুদান হিসাবে ধার্য করা হচ্ছে? অন্যসব বেসরকারি তহবিলের দানও কি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা হিসাবে গণ্য হবে?'
কর্পোরেট বিষয়ক মন্ত্রক নিয়ম সংশোধন করেছে। এ ক্ষেত্রে পিএম কেয়ার তহবিলে কর্পোরেটদের অনুদানও সামাজিক দায়বদ্ধতা খাতের দান হিসাবে কোম্পানি আইনে গণ্য হবে। এই রিপোর্ট তুলে ধরে চিদাম্বরম জানতে চেয়েছেন যে, 'কর্পোরেট বিষয়ক মন্ত্রককে এই সংশোধন করার জন্য অনুমতি কে দিয়েছে?' তাঁর সংযোজন, 'কোম্পানি আইনে অন্যসব বেসরকারি তহবিলের নামও কি দেওয়া হয়েছে? এটা অবশ্যই পক্ষপাত ও বৈষম্যমূলক। একে চ্যালেঞ্জ করা প্রয়োজন।'
চিদাম্বরমের অভিযোগ, 'এটা স্পষ্ট যে পিএম কেয়ার তহবিলকে যেকোনও তদন্ত থেকে বাঁচাতে বিজেপি সরকার মরিয়া।'
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন