New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/p-chi.jpg)
"যতক্ষণ কোনও দল সরকার গঠন করছিল না, ততক্ষণ বিধানসভা চালু রেখেছিলেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল। যেই মুহূর্তে কেউ সরকার গঠন করার দাবি করল, তখনই বিধানসভা ভেঙে দিলেন তিনি", টুইট করে সত্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী।
সরকার কে গড়বে এই নিয়ে চলছিল লড়াই। তার মাঝেই বিধানসভা ভেঙ্গে দিলেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল। এই নিয়ে তোলপাড় গোটা উপত্যকা। বিধানসভা ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম।
রাজ্যপাল সত্যপালের জম্মু কাশ্মীরের বিধানসভা ভেঙ্গে দেওয়ার ঘটনার প্রতিবাদ করে চিদম্বরম বলেছেন, গণতন্ত্রে এখন ওয়েস্টমিনিস্টার মডেলের পরিবর্তে যা অনুসরণ করা হচ্ছে, সেটা হল গুজরাত মডেল।
"যতক্ষণ কোনও দল সরকার গঠন করছিল না, ততক্ষণ বিধানসভা চালু রেখেছিলেন জম্মু কাশ্মীরের রাজ্যপাল। যেই মুহূর্তে কেউ সরকার গঠন করার দাবি করল, তখনই বিধানসভা ভেঙে দিলেন তিনি", টুইট করে সত্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী।
বুধবার কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের সমর্থন নিয়ে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানান পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। পিডিপি নেত্রী সংখ্যাগরিষ্ঠতার হিসেব দিতে গিয়ে দাবি করেন যে, ৮৭ আসনের জম্মু-কাশ্মীর বিধানসভায় ৫৬ জন বিধায়ক তাঁদের সঙ্গে রয়েছেন। নয়া জোটবার্তায় যখন উপত্যকাবাসী নতুন সরকারের স্বপ্ন দেখতে শুরু করেছে, ঠিক তখনই সেই স্বপ্নে জল ঢেলে দিলেন রাজ্যপাল সত্যপাল মালিক। রাজনৈতিক ডামাডোলের জেরে সন্ধ্যেয় শেষমেশ বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল। যার জেরে উপত্যকার রাজনৈতিক নাটক নয়া মোড় নিল।
As long as no one staked a claim to form government, J&K Governor was happy to keep Assembly under suspension. The moment someone staked a claim, he dissolved the Assembly! Parliamentary democracy standing on its head!
— P. Chidambaram (@PChidambaram_IN) November 22, 2018
চিদম্বরম তার ব্যাঙ্গাত্মক টুইটে বলেন, "গুজরাতের গণতন্ত্র মডেলই বেশি আকর্ষণীয় ঠেকেছে জম্মু কাশ্মীরের রাজ্যপালের কাছে। ওয়েস্টমিনিস্টার মডেল হয়তো তার প্রাসঙ্গিকতা হারিয়েছে"।
প্রসঙ্গত, ভারত যে সংসদীয় গণতন্ত্র অনুসরণ করে, তার জন্ম ব্রিটেনে। এই মডেলের নাম ওয়েস্টমিনিস্টার মডেল।