পদ্মভূষণ বুধাদিত্য, পদ্মশ্রী সুনীল, গৌতম, শঙ্কর মহাদেবন

রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত পুরস্কার তালিকায় রয়েছে ১১২ জন পুরস্কার প্রাপকের নাম। যার মধ্যে চারজন পদ্মবিভূষণ, চোদ্দ জন পদ্মভূষণ এবং ৯৮ জন পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন।

রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত পুরস্কার তালিকায় রয়েছে ১১২ জন পুরস্কার প্রাপকের নাম। যার মধ্যে চারজন পদ্মবিভূষণ, চোদ্দ জন পদ্মভূষণ এবং ৯৮ জন পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে প্রথানুযায়ী ঘোষিত হল 'পদ্ম' পুরস্কার। রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত পুরস্কার তালিকায় রয়েছে ১১২ জন পুরস্কার প্রাপকের নাম। যার মধ্যে চারজন পদ্মবিভূষণ, চোদ্দ জন পদ্মভূষণ এবং ৯৮ জন পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। প্রাপকদের মধ্যে ২১ জন মহিলা।তালিকায় রয়েছেন ১১ জন প্রবাসী ভারতীয়/ বিদেশি/তৃতীয় লিঙ্গ ভুক্ত কৃতিরা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্র প্রদত্ত এই সর্বোচ্চ অসামরিক সম্মান সাধারণত প্রদান করা হয় মার্চ-এপ্রিলে। যখন রাষ্ট্রপতি ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি স্বয়ং।

Advertisment

চোখ বুলিয়ে নিন এবারের পদ্ম-পুরস্কারের পূর্ণাঙ্গ তালিকায়।

পদ্মবিভূষণ:

Advertisment

তিজন বাই
লোকসংস্কৃতি ও সঙ্গীত

ইসমাইল ওমর গুলেলে (বিদেশি)
সমাজজীবনে অবদান

অনিলকুমার মণিভাই নায়েক
শিল্প-বাণিজ্য এবং পরিকাঠামো

বলবন্ত মোরেশ্বর পুরন্দরে
থিয়েটারে অভিনয়

পদ্মভূষণ:

জন চেম্বার্স (মার্কিন যুক্তরাষ্ট্র)
শিল্প-বাণিজ্য

সুখদেব সিং ধিনসা
সমাজজীবনে অবদান

প্রভিন গোর্ধন (দক্ষিণ আফ্রিকা)
সমাজজীবনে অবদান

মহাশয় ধরমপাল গুলাটি
শিল্প-বাণিজ্য: খাদ্য প্রক্রিয়াকরণ

দর্শনলাল জৈন
সমাজকল্যাণ

অশোক লক্ষণরাও কুকাড়ে
স্বল্পব্যয়ে চিকিৎসা পরিষেবা

কারিয়া মুন্ডা
জনজীবনে অবদান

বুধাদিত্য মুখার্জি
সঙ্গীত: সেতার

মোহনলাল বিশ্বনাথন নায়ার
অভিনয়

এস নাম্বি নারায়ণ
মহাকাশ বিজ্ঞান

কুলদীপ নায়ার (মরণোত্তর)
শিল্প-সাহিত্য-সাংবাদিকতা

বাচেন্দ্রী পাল
পর্বতারোহণ

ভিকে শুঙলু
সিভিল সার্ভিস

হুকুমদেব নারায়ণ যাদব
সমাজজীবনে অবদান

পদ্মশ্রী:

রাজেশ্বর আচার্য
হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত

বঙ্গারু আদিগালার
অধ্যাত্মবাদ

ইলিয়াস আলি
শল্যচিকিৎসা

মনোজ বাজপেয়ী
অভিনয়

উদ্ধব কুমার ভারালি
বিজ্ঞান-প্রযুক্তিতে উদ্ভাবন

ওমেশ কুমার ভারতী
জলাতঙ্কের চিকিৎসা

প্রীতম ভরতোয়ান
লোকসঙ্গীত

জ্যোতি ভাট
চিত্রশিল্প

দিলীপ চক্রবর্তী
নৃতত্ব

মামেন চান্ডি
চিকিৎসাবিজ্ঞান

স্বপন চৌধুরী
তবলা

কানওয়াল সিং চৌহান
কৃষি

সুনীল ছেত্রী
ফুটবল

দিনইয়ার কন্ট্রাক্টর
থিয়েটার

মুক্তাবেন পঙ্কজকুমার ডাগলি
সমাজকল্যাণ

বাবুলাল দাহিয়া
কৃষি

থাঙ্গা দারলং
সঙ্গীত: বাঁশি

প্রভুদেবা
নৃত্যশিল্প

রাজকুমারী দেবী
কৃষি

ভাগীরথী দেবী
জনজীবনে অবদান

বলদেব সিং ধিলোঁ
কৃষিক্ষেত্রে প্রযুক্তি

হরিকা দ্রোণাবল্লী
দাবা

গোদাবরী দত্ত
চিত্রশিল্প

গৌতম গম্ভীর
ক্রিকেট

দ্রৌপদী ঘিমিরে
সমাজসেবা

রোহিণী গোডবোলে
পরমাণু-বিজ্ঞান

সন্দীপ গুলেরিয়া
শল্যচিকিৎসা

প্রতাপ সিং হান্ডিয়া
চক্ষুচিকিৎসা

বুলু ইমাম
সমাজসেবা ও সংস্কৃতি

ফ্রিডরিকে ইরিনা (জার্মানি)
সমাজসেবা: পশুকল্যাণ

জড়বরসিং যাদব
লোকনৃত্য

এস জয়শঙ্কর
সিভিল সার্ভিস

নরসিংহ দেব জামওয়াল
শিক্ষা-সাহিত্য

ফৈয়াজ আমেদ জান
কারুশিল্প

কে জি জয়ন
ভক্তিসঙ্গীত

সুভাষ কাক
বিজ্ঞান-প্রযুক্তি

শরৎ কমল
টেবিল টেনিস

রজনীকান্ত
সমাজসেবা

ওয়ামান কেন্দ্রে
থিয়েটার

কাদের খান (মরণোত্তর)
অভিনয়

আব্দুল গফুর খাতবি
চিত্রশিল্প

রবীন্দ্র কোলহে এবং স্মিতা কোলহে
স্বল্পব্যয়ে চিকিৎসা পরিষেবা

বোম্বেইলা দেবী লাইশরাম
তীরন্দাজি

কৈলাশ মাদরাইয়া
শিক্ষা-সাহিত্য

রমেশ বাবাজি মহারাজ
পশুকল্যাণ

বল্লভভাই বারম্ভাই মারবানিয়া
কৃষি

গীতা মেহতা (মার্কিন যুক্তরাষ্ট্র)
শিক্ষা-সাহিত্য

শাদাব মহম্মদ
দন্তচিকিৎসা

কে কে মহম্মদ
নৃতত্ব

শ্যামাপ্রসাদ মুখার্জি
স্বল্পব্যয়ে চিকিৎসা

দায়তারি নায়েক
সমাজসেবা

শঙ্কর মহাদেবন
সঙ্গীত

শান্তনু নারায়ণ (মার্কিন যুক্তরাষ্ট)
শিল্প-বাণিজ্য-প্রযুক্তি

নর্তকী নটরাজ
ভরতনাট্যম

শোরিং নোরবু
শল্যচিকিৎসা

অনুপ রঞ্জন পান্ডে
সঙ্গীত

জগদীশ প্রসাদ পারিখ
কৃষি

গণপতভাই প্যাটেল (মার্কিন যুক্তরাষ্ট্র)
শিক্ষা-সাহিত্য

বিমল প্যাটেল
স্থাপত্য

হুকুমচাঁদ পতিদার
কৃষি

হরবিন্দর সিং ফুলকা
জনজীবনে অবদান

মাদুরাই চিন্না পিল্লাই
সমাজসেবা-মাইক্রোফিনান্স

তাও পোরচেন-লিঞ্চ (মার্কিন যুক্তরাষ্ট্র)
যোগব্যায়াম

কমলা পূজারী
কৃষি

বজরং পুনিয়া
কৃষি

জগৎ রাম
চক্ষুচিকিৎসা

আর ভি রামানি
চক্ষুচিকিৎসা

দেবারাপল্লী প্রকাশ রাও
সমাজসেবা

অনুপ শা
ফোটোগ্রাফি

মিলেনা সালভিনি (ফ্রান্স)
কথাকলি নৃত্য

নাগিনদাস সাংভি
শিক্ষা-সাহিত্য-সাংবাদিকতা

সিরিভেনেল্লা সীতারাম শাস্ত্রী
গীতিকার

সাব্বির সাজ্জাদ
পশুকল্যাণ

মহেশ শর্মা
আদিবাসী কল্যাণ

মহম্মদ হানিফ খান
শিক্ষা-সাহিত্য

ব্রিজেশ কুমার শুক্লা
শিল্প-সাহিত্য

নরেন্দ্র সিং
পশুপালন

প্রশান্তি সিং
বাস্কেটবল

সুলতান সিং
পশুপালন

জ্যোতি কুমার সিনহা
স্বল্পব্যয়ে চিকিৎসা

আনন্দন শিবমণি
সঙ্গীত

সারদা শ্রীনিবাসন
নৃতত্ব

দেবেন্দ্র স্বরূপ (মরণোত্তর)
শিক্ষা-সাহিত্য-সাংবাদিকতা

অজয় ঠাকুর
কবাডি

রাজীব তারানাথ
সরোদ

সালুমারাদা থিম্মাক্কা
পরিবেশ উন্নযন

যমুনা টুডু
পরিবেশ উন্নয়ন

ভারতভূষণ ত্যাগী
কৃষি

রামস্বামী ভেঙ্কটরমণ
শল্যচিকিৎসা

রামশরণ ভার্মা
কৃষি

স্বামী বিশুদ্ধানন্দ
অধ্যত্মবাদ

হীরালাল যাদব
লোকসঙ্গীত

ভেঙ্কটেশ্বররাও ইয়াদিরাপল্লী
কৃষি