scorecardresearch

পদ্ম ভূষণে সম্মানিত সুধা মূর্তি, আপ্লূত জামাই, সোশ্যাল মিডিয়ায় শাশুড়িকে শুভেচ্ছা ঋষি সুনাকের

প্রবীণ লেখিকা ও সমাজকর্মী সুধা মূর্তিকে তার সামাজিক কাজের ক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পদ্মভূষণে সম্মানে ভূষিত করেন।

Padma Bhushan, Rishi Sunak, United Kingdom, World News In HIndi, Padma Bhushan, Padma Bhushan Sudha murthy, Sudha murthy Receiving Padma Bhushan, Rishi Sunak news, UK PM Rishi Sunak, Rishi Sunak Mother-In-Law Sudha Murty, who is Sudha Murty, Author and philanthropist Sudha Murty, UK India news, UK India relations, World news
পদ্ম ভূষণে সম্মানিত সুধা মূর্তি, আপ্লূত জামাই, সোশ্যাল মিডিয়ায় শাশুড়িকে শুভেচ্ছা ঋষি সুনাকের

পদ্ম ভূষণে সম্মানিত সাহিত্যিক-সমাজকর্মী সুধা মূর্তি, কী প্রতিক্রিয়া জামাই ঋষি সুনাকের? সমাজকর্মী-সাহিত্যিক সুধা মূর্তিকে পদ্ম ভূষণে সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর তাতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন জামাই ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শাশুড়ির প্রতিভার ঢালাও প্রশংসা করে সোশাল মিডিয়ায় করলেন পোস্ট। সঙ্গে ক্যাপশনে ইমোজিও।  

প্রবীণ লেখিকা ও সমাজকর্মী সুধা মূর্তিকে তার সামাজিক কাজের ক্ষেত্রে অবদানের  জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পদ্মভূষণে সম্মানে ভূষিত করেন। আর শাশুড়ির এহেন বিরাট কৃতিত্বে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। একই সঙ্গে মায়ের এই কৃতিত্বে আপ্লূত মেয়ে অক্ষতা মূর্তি।  

বুধবার সমাজকর্মী-সাহিত্যিক সুধা মূর্তির হাতে পদ্ম ভূষণ সম্মান তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী তথা সুধার মেয়ে অক্ষতা মূর্তি। পদ্ম সম্মানপ্রাপ্ত মা-র ছবি পরে Instagram-এ পোস্ট করেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক তার শাশুড়ি সুধা মূর্তির পদ্ম সম্মান জয়ের বিষয়ে বলেছেন এটি তার জন্য একটি “গর্বের দিন”।  

মেয়ে অক্ষতা মূর্তি ইন্সটা পোস্টে তার উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ” মায়ের এই সাফল্যে আমি খুবই গর্বিত। আমার মা সামাজিক ক্ষেত্রে তাঁর অবদানের জন্য ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মভূষণ পুরস্কা্রে সম্মানিত হয়েছেন”। ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তি ব্রিটেনের ‘ফার্স্ট লেডি’ও বটে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে তার মা সুধা মূর্তির বিরাট সম্মানে তিনি গর্বিত একই সঙ্গে আপ্লূত। সুধা মূর্তিকে সম্মানিত করায় খুশি স্বামী ঋষি সুনকও।

অক্ষতা মূর্তি তার দীর্ঘ পোস্টে লিখেছেন, “স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে মানুষের, হৃদয়ের শোনা ও তা থেকে শেখার উপর বরাবর জোর দিয়েছেন মা। খ্যাতির পিছনে কোনও দিনই তিনি ছুটে বেড়াননি। তাঁর থেকে কঠোর পরিশ্রম, মানবিকতা আর মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করার শিক্ষাই ছোট থেকে পেয়েছি। আর সেটাকে পাথেয় করেই ১০ ডাউনিং স্ট্রিটের বাড়িতে আজ আমি রয়েছি । আমার বাবা-মা আমার ভাই এবং আমাকে যা শিখিয়েছেন তা হল কঠোর পরিশ্রম, নম্রতা, নিঃস্বার্থতা..!”

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Padma bhushan sudha murthy