ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছে একটি পাকিস্তানি বিমান। ভারতীয় বায়ুসেনা সে বিমানকে জয়পুর বিমানবন্দরে নামতে বাধ্য করেছে। জানা গিয়েছে, পাকিস্তানের করাচি থেকে দিল্লি যাওয়ার কথা ছিল ওই আন্তোনোভ এন-১২ বিমানটির। হঠাৎই বিপথে গিয়ে আকাশসীমা লঙ্ঘন করে ওই পাক বিমান, এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা।
বায়ুসেনার ওই বিবৃতিতে জানানো হয়েছে, উত্তর গুজরাটের একটি জায়গা থেকে হঠাৎই বিমানটি নির্ধারিত যাত্রাপথ না মেনে দেশের আকাশসীমায় ঢুকে পড়ে।
এয়ার ট্রাফিক সার্ভিস (এটিএস) যে গতিপথ স্থির করে দিয়েছিল তা ওই বিমানটি মানে নি, এবং ভারতীয় সংস্থায়র বেতারবর্তায় সাড়াও দেয়নি বলে প্রতিরক্ষামন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছি।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্রিকোয়ন্সি বা দৃশ্যমান সিগন্যালেও পাক বিমানের তরফ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।
মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, যখন বায়ুসেনার তরফ থেকে চ্যালেঞ্জ জনানো হয়, তখন বিমান থেকে জানানো হয়, জর্জিয়া থেকে করাচি হয়ে দিল্লিগামী এ বিমানটি পূর্বনির্ধারিত নয়।