Advertisment

কাশ্মীর নিয়ে মিথ্যা রটাচ্ছে পাক সেনা-আইএসআই! সরব উরিতে ধৃত জঙ্গি

Kashmir Situation: আমাকে মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যান! পাকিস্তানে থাকা জঙ্গি নেতাদের কাছে এই আর্জি জানাল উরিতে ধৃত লস্কর জঙ্গি।

author-image
IE Bangla Web Desk
New Update
Pak Army on Kashmir

ধৃত জঙ্গি আলি বাবর পাত্র।

Kashmir Situation: আমাকে মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যান! পাকিস্তানে থাকা জঙ্গি নেতাদের কাছে এই আর্জি জানাল উরিতে ধৃত লস্কর জঙ্গি। সম্প্রতি অনুপ্রবেশ-বিরোধী অভিযান চলাকালীন উরি সেক্টরে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে জঙ্গি আলি বাবর পাত্র। সেই অভিযানে নিহত অপর এক জঙ্গি। ভারতীয় সেনার হেফাজত থেকেই বুধবার সীমান্তের ওপারে থাকা সন্ত্রাসে মদতদাতাদের বার্তা পাঠালেন আলি বাবর। একটি ভিডিও বার্তায় সে বলেছে, ‘আমি লস্কর কমান্ডার, আইএসআই এবং পাক সেনাকে আবেদন করছি, আমাকে মায়ের কাছে নিয়ে যান। ঠিক যেভাবে আমাকে সীমান্তের এপারে পাঠিয়েছিলেন।‘

Advertisment

২৬ সেপ্টেম্বর উরি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় সেনার অভিযানের মুখে পড়ে এই তরুণ জঙ্গি। কিন্তু উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে আত্মসমর্পণ করে বাবর। যদিও তার সঙ্গী অপর এক জঙ্গি সেনার গুলিতে সেদিনেই নিকেশ হয়েছে। টানা নয় দিন ধরা চলে জঙ্গি অনুপ্রবেশ-বিরোধী এই অভিযানে সেনা দক্ষতায় সাফল্য পেয়েছে। সীমান্তের ওপার থেকে পালিয়ে গিয়েছে অনুপ্রবেশের অপেক্ষায় থাকায় জঙ্গিরা। মাত্র দু’জন এপারে অনুপ্রবেশে সমর্থ হয়েছিল। তাদের মধ্যে একজন নিহত আর বাবর পাত্র এখন সেনা হেফাজতে।      

শুধু তাকে দেশে ফেরানোর আর্জি নয়, কাশ্মীর নিয়ে মিথ্যা প্রচার করছে পাক সেনা এবং আইএসআই। ভিডিও বার্তায় সরব হয়েছে ওই জঙ্গি। তার দাবি, ‘আমাদের বলা হয়েছিল কাশ্মীরে ভারতীয় সেনা নির্মম অত্যাচার চালাচ্ছে। কিন্তু এখানে সবকিছু শান্ত, কোনও অস্থিরতা নেই। আমি মাকে বলতে চাই ভারতীয় সেনা আমায় খুব যত্নে রেখেছে।‘

ভিডিও বার্তায় সে জানায়, ‘দিনে পাঁচবার আমি আজান শুনতে পাই। পাক সেনার চেয়ে ভারতীয় সেনার ব্যবহার অত্যন্ত নম্র। এটাই আমাকে বলে দিয়েছে কতটা শান্ত কাশ্মীর। কিন্তু আমাদের অসহায়তার সুযোগ নিয়ে পাক সেনা আমাদের এদিকে পাঠিয়ে দেয়।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian army isi Infiltration bid Lashkar Terrorist Pak Army Uri Sector
Advertisment