Advertisment

আত্মঘাতী হামলা! হত নয় পুলিশ কর্মী, কান্না-হাহাকার....

একের পর সন্ত্রাসবাদী হামলার সাক্ষী থেকেছে এই পড়শি দেশ। বেশির ভাগ সন্ত্রাসবাদী হামলায় পুলিশকেই টার্গেট করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
pakistan, pakistan suicide attack, bolan, bolan attack, balochistan, balochistan province, suicide attack on policemen, pakistan suicide attack policemen

বেশির ভাগ সন্ত্রাসবাদী হামলায় পুলিশকেই টার্গেট করা হচ্ছে

ফের আত্মঘাতী হামলা পাকিস্তানে। সন্ত্রাসবাদী হামলায় হত নয় পুলিশ কর্মী। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিস্ফোরণে আত্মঘাতী হামলায় নয় পুলিশ কর্মী নিহত হয়েছেন। সোমবার বেলুচিস্তানের বোলান এলাকায় এই হামলার ঘটনা ঘটে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বেলুচিস্তান থেকে পুলিশ কর্মীরা ডিউটি থেকে ফিরছিলেন। এই সময়ে ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ।

Advertisment

পুলিশ সূত্রের খবর, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, বিস্ফোরণের তীব্রতায় উল্টে যায় পুলিশের গাড়িটি। একই সঙ্গে বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয়েছেন ১৫ পুলিশকর্মী। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সন্ত্রাসবাদী হামলার সাক্ষী থেকেছে পাকিস্তান। গত জানুয়ারিতে পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী হামলায় শতাধিক পুলিশ কর্মী নিহত হন। বিস্ফোরণে মসজিদের ছাদও ধসে পড়ে।

সন্ত্রাসবাদী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান এবং পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে 'যুদ্ধবিরতির চ্যুক্তি 'ভঙ্গ হয়েছে' এবং তারপর থেকে একের পর সন্ত্রাসবাদী হামলার সাক্ষী থেকেছে এই পড়শি দেশ। বেশির ভাগ সন্ত্রাসবাদী হামলায় পুলিশকেই টার্গেট করা হচ্ছে।

pakistan Terrorist Attack
Advertisment