/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/10/icgship759.jpg)
'খুদা দোস্ত কা করম' নামক ভারতীয় মাছধরা নৌকো বুধবার আটক হলো পাকিস্তানের ম্যারিটাইম সার্ভিলেন্স এজেন্সি (PMSA)-র হাতে। নৌকোটিতে ছিলেন ১১ জন জেলে, এবং পাকিস্তান থেকে পাওয়া এক বিবৃতি অনুযায়ী, ওখায় রেজিস্টার করা নৌকোটি গিয়ে পড়েছিল একটি 'নো ফিশিং জোনে', গুজরাটের কচ থেকে ৩৬ নটিক্যাল মাইল দূরে। নৌকোটিকে আটক করে PMSA-র জাহাজ 'বাসোল'।
আরও পড়ুন: ক্যাম্পাসে জঙ্গির স্মরণসভা! দেশদ্রোহিতায় অভিযুক্ত পড়ুয়ারা
অন্যদিকে, আরও একটি ঘটনায় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ 'রাজরতনের' তৎপরতায় আটক হওয়ার থেকে রেহাই পেল আরও দুটি নৌকো, 'মেশব মা' এবং ' সাফিনা-আল-তাহিরি'। নৌকো দুটিতে ছিলেন ১৯ জন জেলে, এবং এ দুটিও ওখাতেই রেজিস্টার করা হয়। খবরে প্রকাশ, নৌকো দুটিকে তাড়া করে আসছিল একটি পাকিস্তানি যুদ্ধজাহাজ কারণ সেগুলি নাকি পাকিস্তানি সমুদ্রে ঢুকে পড়েছিল।
ঠিক সময়ে ভারতীয় কোস্ট গার্ড নৌকো দুটিকে উদ্ধার না করলে সেগুলির পাকিস্তানি এজেন্সির হাতে ধরা পড়ার সম্ভাবনা ছিল।
ভারতীয় আধিকারিকদের বক্তব্য, আরব সাগরে ঘটা এই দুটি ঘটনার মধ্যে কতটা দূরত্ব ছিল, তার সঠিক তথ্য এখনও পাওয়া যায় নি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us