scorecardresearch

সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠকে মুখোমুখি ভারত-চিন, ভার্চুয়ালি অংশ পাকিস্তানের

বৈঠকে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর জোর দেওয়া হবে বলেই সূত্রের খবর

sco,defence minsitry,sco defence ministers,rajnath singh
বৈঠকে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর জোর দেওয়া হবে বলেই সূত্রের খবর

SCO প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক চলছে, রাজনাথ সভাপতিত্ব করছেন; সন্ত্রাসের অবসান এবং শান্তির ওপর জোর দেওয়া হয়েছে বৈঠকে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং উজবেকিস্তান ও কিরগিজস্তানের প্রতিরক্ষামন্ত্রীরাও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে সম্মেলনে দিতে ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন।

এসসিও সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক চলছে আজ। বৈঠকে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর জোর দেওয়া হবে বলেই সূত্রের খবর। সম্মেলনে যোগ দিতে চিনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু, তাজিকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল শেরালি মির্জো, ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ রেজা ঘরাই আস্তিয়ানি এবং কাজাখস্তানের প্রতিরক্ষামন্ত্রী কর্নেল জেনারেল রাসলান জাকসিলনিকভ দিল্লি পৌঁছেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং উজবেকিস্তান ও কিরগিজস্তানের প্রতিরক্ষামন্ত্রীরাও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে সম্মেলনে যোগ দিচ্ছেন।

SCO-এর সদস্য দেশগুলি হল ভারত, রাশিয়া, চীন, পাকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। প্রতিরক্ষামন্ত্রীদের এই সম্মেলনে সদস্য দেশগুলো ছাড়াও পর্যবেক্ষক দেশ হিসেবে অংশ নিচ্ছে বেলারুশ ও ইরান। ভার্চুয়াল মাধ্যমে এই সম্মেলনে অংশ নেবেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ভারত ২০২৩ সালের SCO শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করছে। একই সময়ে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার SCO প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে কাজাখস্তান এবং তাজিকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করছেন।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Pakistan attends sco defence ministers meet hosted by india