ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। খাইবার পাখতুনখোয়ায় রাজনৈতিক সমাবেশে চলাকালীন ঘটে বিস্ফোরণের ঘটনা, এই বিস্ফোরণে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় ২০০-এর বেশি। বিস্ফোরণের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে আত্মঘাতী হামলায় হামলাকারী নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। এর পরই রাজনৈতিক সমাবেশ জুড়ে ছড়িয়ে পড়ে হাহাকার-আতঙ্ক। বিস্ফোরণটি হয় জমিয়তে উলেমা ইসলাম-ফজলের সমাবেশে।
পাকিস্তানি পুলিশ এক বিবৃতিতে বলেছে, 'হামলাকারী একটি বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরে সমাবেশে আসে এবং সমাবেশ চলাকালীন বিপুল সংখ্যক লোক উপস্থিত হলে বিস্ফোরণটি ঘটে। হামলাকারী মঞ্চের একেবারে কাছে গিয়ে বিস্ফোরণ ঘটায়, যার ফলে জমিয়তে উলেমা ইসলাম-ফজলের অনেক নেতা এই বিস্ফোরণে কম-বেশি আহত হন। সমাবেশে দলের নেতা মাওলানা ফজলুর রহমান উপস্থিত ছিলেন না। প্রাথমিক তদন্তে জানা গেছে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এই হামলা চালিয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ঘটনার পর আশপাশের জেলাগুলিতেই সতর্কতা জারি করা হয়। বোমা হামলায় জখমদের মধ্যে যাঁদের অবস্থা আশঙ্কাজনক তাঁদের পেশোয়ারের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর সংগঠনের কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়ে তদন্তের দাবি করেছেন জেইউআই-এফের প্রধান মৌলানা ফজলুর রহমান।