/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/surgical-strike-759.jpg)
ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, কড়া জবাব ভারতের। প্রতীকী ছবি।
সীমান্তে অব্যাহত পাক গোলাবর্ষণ। বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ চালানো থেকে কিছুতেই বিরত থাকছে না পাক সেনা। সোমবার কাকভোরে জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ চালায় পাক সেনা। মর্টারও ছুড়েছে পাক বাহিনী। এ ঘটনায় পাকিস্তানকে পাল্টা কড়া জবাব দিয়েছে ভারত।
প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, এদিন ভোর ৩টে নাগাদ সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখা বরাবর মর্টার ছোড়ে পাক বাহিনী। সঙ্গে সঙ্গেই পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা। প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র আরও জানান, সকাল সাড়ে ৬টা নাগাদ গোলাবর্ষণ থামায় পাক সেনা।
আরও পড়ুন, নিয়ন্ত্রণরেখায় ফের পাক গোলাবর্ষণ, কড়া জবাব ভারতের
#Correction: Pakistan violated ceasefire in Akhnoor sector at 3 am today. Indian Army retaliated effectively. Firing* stopped at 6:30 am. #JammuAndKashmirhttps://t.co/c3PnTVbBes
— ANI (@ANI) March 4, 2019
উল্লেখ্য, বালাকোটে গত সপ্তাহে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পর থেকেই লাগাতার গোলাবর্ষণ চালাচ্ছে পাকিস্তান। গত শনিবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। সেদিন নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ চালায় পাক সেনা। মর্টারও ছোড়ে পাকিস্তান। দুপুর সাড়ে ১২টা নাগাদ গোলাবর্ষণ চালায় পাক সেনা। পাল্টা কড়া জবাব দেয় ভারত।
অন্যদিকে, শুক্রবার পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখাতেও গোলাবর্ষণ চালিয়েছিল পাকিস্তান। যে ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়, জখম হন আরও কয়েকজন। নিহতদের মধ্যে রয়েছেন ২ শিশু-সহ এক মহিলা। প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার পুঞ্চের সালোত্রি এলাকায় পাক বাহিনীর গোলাবর্ষণে অনেকে জখম হয়েছেন। বাসিন্দাদের টার্গেট করে গোলাবর্ষণ চালাচ্ছে পাক বাহিনী । পুঞ্চ ছাড়াও, মানকোট, বালাকোট, নৌশেরা এলাকাতেও পাক গোলাবর্ষণ চলে বলে জানা গিয়েছে।
Read the full story in English