Advertisment

সীমান্তে ফের পাক আক্রমণ, কড়া জবাব ভারতের

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। গত ৩৬ ঘণ্টায় এ নিয়ে তিনবার গোলাবর্ষণ চালাল পাক সেনা।

author-image
IE Bangla Web Desk
New Update
pakistan, india, পাকিস্তান, ভারত

গত ৩৬ ঘণ্টায় এ নিয়ে তিনবার গোলবর্ষণ চালাল পাক সেনা। প্রতীকী ছবি।

নিয়ন্ত্রণরেখায় পাক আক্রমণ থামছে না। মঙ্গলবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। এদিন জম্মু-কাশ্মীরের রাজৌরির নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখায় গোলাবর্ষণ চালায় পাক সেনা। একইসঙ্গে মর্টারও ছোড়ে পাক বাহিনী। সঙ্গে সঙ্গেই পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত। এ খবর জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র লেফট্যানেন্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ।

Advertisment

আরও পড়ুন, ফের পাক গোলাবর্ষণ, পাল্টা কড়া জবাব ভারতের

মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। গত ৩৬ ঘণ্টায় এ নিয়ে তিনবার গোলাবর্ষণ চালাল পাক সেনা। সোমবার পুঞ্চ ও আখনোরেও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাক বাহিনী। সরকারি সূত্রে জানা গিয়েছে, সোমবার ফরওয়ার্ড পোস্ট ও গ্রামকে টার্গেট করে গোলাবর্ষণ চালিয়েছিল পাক সেনা। এ ঘটনায় আখনুর সেক্টরে দুই সেনা জওয়ান জখম হন বলে খবর। তাঁদের পরে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

গত এক সপ্তাহে নিয়ন্ত্রণরেখায় এ নিয়ে ৬০ বারেরও বেশি সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। যে ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, জখম হয়েছেন কয়েকজন।

আরও পড়ুন, জম্মু-কাশ্মীরে ফের গুলির লড়াই, নিহত ২ জঙ্গি

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পরই সীমান্তে লাগাতার গোলাবর্ষণ চালাতে শুরু করেছে পাকিস্তান। এয়ার স্ট্রাইকের দিন সন্ধে সাড়ে ৬টার পর থেকে ১২-১৫টি জায়গায় পাক গোলাবর্ষণ চলে বলে খবর। গতমাসের ১৪ তারিখ পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার ১২দিনের মাথায় বালাকোটে জইশ ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। যে ঘটনার পর থেকেই তেঁতে রয়েছে ভারত-পাক সম্পর্ক।

Read the full story in English

International news national news
Advertisment