/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/kulbhushan-759.jpg)
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
কুলভূষণ যাদব মামলা নয়া মোড় নিল। কুলভূষণের জন্য় আইনজীবী নিযুক্ত করতে ভারতকে 'আরেকটা সুযোগ' দিতে পাক সরকারকে সোমবার নির্দেশ দিল ইসলামাবাদ হাইকোর্ট, পাক সংবাদমাধ্য়ম সূত্রে এমনটাই খবর।
যাদবের জন্য় আইনজীবী নিযুক্ত করা নিয়ে এদিন পাক সরকারের আবেদনের শুনানি হয় ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ ও বিচারপতি মিয়াজুল হাসান ঔরঙ্গজেবের বেঞ্চে। পিটিশনে পাক সরকারের তরফে জানানো হয়েছে, যাদবের জন্য় আইনজীবী নিযুক্ত করা হোক, যাতে আন্তর্জাতিক ন্য়ায় আদালতের সিদ্ধান্ত মোতাবেক সব দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়। একইসঙ্গে পাক সরকারের তরফে দাবি করা হয়েছে, সামরিক আদালতের রায় পুনর্বিবেচনার জন্য় রিভিউ পিটিশন দায়ের করতে অস্বীকার করেছেন কুলভূষণ।
উল্লেখ্য়, মৃত্য়ুদণ্ডের সাজা পুনর্বিবেচনার জন্য় রিভিউ পিটিশন দায়েরের বদলে প্রাণভিক্ষার আর্জি জানাতে চান কুলভূষণ, কিছুদিন আগে এমন দাবিই করেছিল পাকিস্তান। চরবৃত্তির অভিযোগে প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর অফিসার কুলভূষণকে মৃত্য়ুদণ্ডের সাজা দিয়েছে সে দেশের আদালত। ইসলামাবাদের তরফে জানানো হয়েছিল, মৃত্য়ুদণ্ডের সাজার পুনর্বিবেচনার জন্য় রিভিউ পিটিশন দায়ের করতে অস্বীকার করেছেন কুলভূষণ। পাকিস্তানের এহেন দাবির পাল্টা সরব হয় নয়া দিল্লিও।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩ মার্চ কুলভূষণকে গ্রেফতার করা হয়েছিল বলে জানিয়েছিল পাকিস্তান। ২০১৭ সালের এপ্রিল মাসে চরবৃত্তির অভিযোগে কুলভূষণকে মৃত্য়ুদণ্ডের সাজা শোনায় পাকিস্তানের সামরিক আদালত। এরপরই এই সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে আন্তর্জাতিক ন্য়ায় আদালতের দ্বারস্থ হয় ভারত।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন