Advertisment

Pakistan Election Result 2024: নির্বাচনী ফলাফলের মাঝেই পাক সেনাপ্রধানের বিরাট বার্তা, কী বললেন?

নির্বাচনী ফলাফলের মধ্যেই সামনে এসেছে পাক সেনাপ্রধানের বক্তব্য।

author-image
IE Bangla Web Desk
New Update
Pakistan Elections Live: Pakistan is all set to elect representatives for the next five years as it goes to polls today.

পাকিস্তান নির্বাচন 2024 লাইভ: পাকিস্তান জাতীয় পরিষদের মোট 265টি আসনের জন্য 8 ফেব্রুয়ারী সম্পন্ন হওয়া ভোট, পরবর্তী প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের জন্য NA-তে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা (অর্থাৎ 169 ভোট) প্রয়োজন।

এখনও পালিস্তানে চলছে ভোটগণনা। ইতিমধ্যেই ২৬৫টি আসনের মধ্যে ২৪৪ টির ফলাফল সামনে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে এখন পর্যন্ত ৯৬টি আসনে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে। নির্বাচন কমিশনের ফল ঘোষণায় দেরি হওয়ায় কারচুপির অভিযোগ সামনে এসেছে। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭১ টি আসন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৩ টি আসন এবং অন্যান্যরা ১৭ টি আসন পেয়েছে। উল্লেখ্য বৃহস্পতিবার বিকেল ৫টায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় এবং এর পরপরই ভোট গণনা শুরু হয়। শুক্রবার সকালের মধ্যে গণনার ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছিল, কিন্তু ফল ঘোষণায় বিলম্ব ভোট কারচুপির অভিযোগ সামনে এনেছে ইমরান খানের দল পিটিআই।

Advertisment

পিপিপি ও পিএমএল-এন জোট সরকার গঠনে রাজি
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) কেন্দ্র ও পাঞ্জাব প্রদেশে জোট সরকার গঠনে সম্মত হয়েছে। পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো এবং প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে পিএমএল-এন প্রেসিডেন্ট শেহবাজ শরিফের বৈঠকের পর এই খবর প্রকাশ্যে এসেছে। সূত্রের দাবি, জারদারি ও শেহবাজ পাঞ্জাব ও কেন্দ্রে সরকার গঠনে সম্মত হয়েছেন। উভয় দলই আগামী বৈঠকে তাদের মতামত তুলে ধরবে এবং ক্ষমতা ভাগাভাগি সূত্রে কে কোন পদে থাকবেন সে বিষয়ে সব বিষয় চূড়ান্ত করবে। বৈঠকটি ৪৫ মিনিট ধরে চলে।

সেনাপ্রধান কী বললেন?

নির্বাচনী ফলাফলের মধ্যেই সামনে এসেছে পাক সেনাপ্রধানের বক্তব্য। পাকিস্তানকে 'স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে',বলেই জানিয়েছেন পাক সেনা প্রধান। ভোটের ফলাফলে বিলম্বের মধ্যে সৈয়দ অসীম মুনিরের বক্তব্য সামনে এসেছে। জেনারেল অসীম মুনীর বলেন- নৈরাজ্যের রাজনীতি থেকে দেশকে বের করে আনতে হবে। দেশের ২৫ কোটি মানুষের জন্য স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে । নির্বাচন জয়-পরাজয়ের প্রতিযোগিতা নয়। সাধারণ মানুষের আদেশকে স্বীকৃতি দেওয়ার একটি মাধ্যম। মুনির বলেন, 'রাজনীতিবিদদের স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবায় এগিয়ে আসতে হবে। এতেই গণতন্ত্রের হয়। আবারও দেশের মানুষ সংবিধানের প্রতি আস্থা দেখিয়েছেন। এখন রাজনীতিবিদদেরও পূর্ণ বোঝাপড়া ও ঐক্যের সঙ্গে কাজ করতে হবে'।

pakistan Election
Advertisment