Advertisment

Pakistan Election: নতুন সরকার গঠনের পথে পাকিস্তান! কে হবেন প্রধানমন্ত্রী? সামনে এল বিরাট আপডেট

এক সপ্তাহেরও বেশি সময় পর, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি একটি নতুন জোট সরকার গঠনের জন্য একটি সমঝোতায় পৌঁছেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Pakistan Peoples Party (PPP) Chairman Bilawal Bhutto-Zardari (left) announced that Pakistan Muslim League-Nawaz (PML-N) President Shehbaz Sharif is set to assume the role of the Prime Minister once again. (Photos via agencies)

পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি (বাম) ঘোষণা করেছেন যে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) সভাপতি শেহবাজ শরিফ আবারও প্রধানমন্ত্রীর ভূমিকা গ্রহণ করতে প্রস্তুত। (এজেন্সির মাধ্যমে ছবি)

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পরও পাকিস্তানে আজ পর্যন্ত সরকার গঠিত হয়নি। সদ্যসমাপ্ত সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি কোন দলই। এবার প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি মঙ্গলবার এক বড় ঘোষণা করেন। তিনি বলেছেন যে তার দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জোট সরকার গঠনের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-একটি চুক্তিতে পৌঁছেছে। পাকিস্তানের নির্বাচনে, পিএমএল-এন ৭৫টি আসন জিতেছে এবং পিপিপি ৫৪টি আসন জিতেছে।

Advertisment

অর্থনৈতিক মন্দা ও চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে পাকিস্তানে চলমান রাজনৈতিক অনিশ্চয়তার অবসান হল দুই পক্ষের মধ্যে সমঝোতায়। ভুট্টো ইসলামাবাদে এক সংবাদ সম্মেলন করেন। তিনি নিশ্চিত করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জোটের প্রধানমন্ত্রী প্রার্থী হবেন। প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন বাবা আসিফ আলী জারদারি। তিনি বলেন, 'পাকিস্তান পিপলস পার্টি এবং মুসলিম লিগ-নওয়াজের মধ্যে সমঝোতা শেষ হয়েছে। এখন আমরা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'

আরও পড়ুন : < ED-Dev: গরু পাচার মামলায় ইডির তলব, আজ দিল্লি যাবেন কি দেব, উঠছে প্রশ্ন >

পাশাপাশি তিনি আরও বলেন, 'আমরা নতুন সরকারের সাফল্য কামনা করছি। পাকিস্তানে নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশকে অর্থনৈতিক সংকট থেকে বের করে আনা'। সংবাদ সম্মেলনে শেহবাজ শরীফও উপস্থিত ছিলেন, যিনি পিপিপিকে সমর্থনের জন্য ধন্যবাদ জানান। জারদারি এই অনুষ্ঠানে বলেন, 'আমাদের জোট দেশ এবং আগামী প্রজন্মের উন্নয়নের লক্ষ্যে কাজ করবে' ।

pakistan
Advertisment