Advertisment

পাকিস্তানের এফ ১৬ বিমান গুলি করে নামানোর ছবি প্রকাশ্যে

"এ বিষয়ে কোনও সন্দেহই নেই যে ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার বাইসন এবং পাকিস্তান বিমানবাহিনীর এফ ১৬ আকাশযুদ্ধে লিপ্ত হয়েছিল। এব্যাপারে ইলেক্ট্রনিক প্রমাণাদি এবং রেডিও ট্রান্সক্রিপট রয়েছে।"

author-image
IE Bangla Web Desk
New Update
F 16 Radar Image

সোমবার ভারতীয় বায়ুসেনার তরফ থেকে একটি রাডার ইমেজ প্রকাশ করে দেখানো হয় এফ ১৬ বিমান গুলি করে নামানো হয়েছে

২৭ ফেব্রুয়ারি নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় ভারতের সঙ্গে আকাশযুদ্ধে পাকিস্তান এফ ১৬ যুদ্ধবিমান ব্যবহার করেছিল। এ ব্যাপারে অকাট্য প্রমাণ দাখিল করল ভারতীয় বায়ুলেনা। সেনার বক্তব্য, সেদিন ভারতের উইং কম্যান্ডার গুলি করে নামিয়েছিলেন পাকিস্তানের এফ ১৬ বিমান।

Advertisment

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর বলেন, "ভারতীয় বিমানবাহিনীর কাছে অকাট্য প্রমাণ রয়েছে যে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান বিমান বাহিনী এফ ১৬ বিমান ব্যবহার করেছিল। শুধু তাই নয়, ভারতীয় বায়ুসেনার মিগ ২১ বাইসন সেই এফ ১৬ বিমানকে গুলি করে নামিয়েছিল।"

আরও পড়ুন, ভারত বনাম পাকিস্তানের এফ ১৬: তিন তথ্য যা জেনে রাখা জরুরি

"এ বিষয়ে কোনও সন্দেহই নেই যে ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার বাইসন এবং পাকিস্তান বিমানবাহিনীর এফ ১৬ আকাশযুদ্ধে লিপ্ত হয়েছিল। এব্যাপারে ইলেক্ট্রনিক প্রমাণাদি এবং রেডিও ট্রান্সক্রিপট রয়েছে।"

নিরাপত্তার কারণ দেখিয়ে এফ ১৬ বিমান গুলি করে নামানোর ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেননি। তিনি বলেন, "আমাদের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে যা দেখে স্পষ্ট বোঝা য়ায় যে পাকিস্তান তাদের একটি এফ ১৬ বিমান হারিয়েছে। তবে নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়ে মাথায় রেখে আমরা জনসমক্ষে তথ্য দেওয়ার ব্যাপারে নিজেদের সীমাবদ্ধ রাখছি।"

আমেরিকার ফরেন পলিসি পত্রিকায় একটি প্রবন্ধে দাবি করা হয়েছে যে পাকিস্তানের কোনও এফ ১৬ বিমান খোয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতেই ভারতীয় বায়ুসেনার এই বিবৃতি।

তবে পেন্টাগনের এক মুখপাত্র পরে বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রক এ ধরনের কোনও তদন্তের ব্যাপারে ওয়াকিবহাল নয়।

Read the Full Story in English

pakistan
Advertisment