Advertisment

আচমকা পাকিস্তানে ব্লক উইকিপিডিয়া, তীব্র চাঞ্চল্য!

উইকিপিডিয়া হল একটি বিনামূল্যের অনলাইন বিশ্বকোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Pakistan PM

শেহবাজ শরিফ

উইকিপিডিয়াকে ব্লক করল পাকিস্তান। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার এই ওয়েবসাইট ব্লক করা হয়েছে। শেহবাজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান সরকার উইকিপিডিয়াকে আক্রমণাত্মক আর নিন্দামূলক বিষয় অপসারণের নির্দেশ দিয়েছিল। কিন্তু, পাকিস্তান সরকারের সেই নির্দেশ উইকিপিডিয়া মানেনি। তারপরই শনিবার ওয়েবসাইটটি ব্লক করল ইসলামাবাদ।

Advertisment

এর আগে উইকিপিডিয়াকে সর্তক করে পাকিস্তান সরকার ওই ওয়েবসাইটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছিল। পাকিস্তান টেলিকম অথরিটি ওয়েবসাইটটিকে সতর্ক করে ৪৮ ঘণ্টার জন্য তা বন্ধ করে দেয়। সঙ্গে পাক সরকার জানিয়ে দিয়েছিল, যদি উইকিপিডিয়া তাদের বিষয়বস্তু ওয়েবসাইট থেকে না-সরায়, তবে সাইটটি ব্লক করে দেওয়া হবে। কালো তালিকাভুক্ত করে দেওয়া হবে এই ওয়েবসাইট।

শেষ পর্যন্ত কি উইকিপিডিয়াকে ব্লক করা হয়েছে? সেকথা জানার জন্য সাংবাদিকরা পাকিস্তান টেলিকম অথরিটির আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেই যোগাযোগের পর, পাকিস্তান টেলিকম অথরিটির উচ্চপদস্থ এক আধিকারিক শেষ পর্যন্ত স্বীকার করে নেন যে, সাইটটি ব্লক করা হয়েছে। কারণ, ওই সাইটটি সরকারের নির্দেশ মেনে 'নিন্দাজনক' বিষয়বস্ত তাদের সাইট থেকে সরায়নি।

এর আগে, পাকিস্তান হাইকোর্টের নির্দেশেই পাকিস্তান টেলিকম অথরিটি ৪৮ ঘণ্টার জন্য সেদেশের মাটিতে উইকিপিডিয়ার ব্যবহার স্থগিত করে দিয়েছিল। এতে পাকিস্তানের যাঁরা ওই সাইটটি ব্যবহার করছিলেন, তাঁদের ব্যবহার করতে সমস্যা হচ্ছিল। অত্যন্ত ধীরগতিতে উইকিপিডিয়া খুলছিল। উইকিপিডিয়া হল একটি বিনামূল্যের অনলাইন বিশ্বকোষ। বিশ্বজুড়ে স্বেচ্ছাসেবকদের দ্বারা তৈরি এবং সম্পাদিত। আর, উইকিমিডিয়া ফাউন্ডেশন এই ওয়েবসাইট চালায়।

আরও পড়ুন- ভারতের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কোনও ভয় নেই, আদানি-কাণ্ডে আশ্বাস সীতারামনের

পাকিস্তানে টেলিকম অথরিটির মুখপাত্র জানিয়েছেন যে উইকিপিডিয়াকে একটি নোটিশ জারি করে উল্লিখিত বিষয়বস্তু ব্লক/অপসারণের জন্য যোগাযোগ করা হয়েছিল। শুনানির সুযোগও দেওয়া হয়েছিল। কিন্তু, ওয়েবসাইটটি 'নিন্দাজনক' বিষয়বস্তু অপসারণ করতে বা কর্তৃপক্ষের সামনে শুনানির জন্য হাজিরা দিতে রাজি হয়নি।

পাকিস্তান টেলিকম অথরিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, যদি উইকিপিডিয়া 'নিন্দাজনক' বিষয় তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলে, তবে তারা সুযোগ পাবে। তাদের ব্লক তুলে দেওয়া হবে। এবারই প্রথম নয়। এর আগে পাকিস্তানে ফেসবুক এবং ইউটিউবকেও 'নিন্দাজনক' বিষয় অপসারণ না-করায় ব্লক করা হয়েছিল।

Read full story in English

pakistan Shehbaz Sharif Wikipedia
Advertisment