Modi On Kargil Vijay Diwas: 'ইতিহাস থেকে শিক্ষা নেয় নি পাকিস্তান'। সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের বলতে চাই তাদের অশুভ পরিকল্পনা কখনই সফল হবে না, কার্গিল বিজয় দিবসের ২৫ তম বার্ষিকীতে হুঙ্কার ছুঁড়লেন প্রধানমন্ত্রী মোদী।
কার্গিল বিজয় দিবসের ২৫ তম বার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেছেন, "আজ লাদাখের এই মহান ভূমি কার্গিল বিজয়ের ২৫ বছর পূর্ণ করতে চলেছে। দিন, মাস, বছর, শতাব্দী বদলে যায় কিন্তু দেশের সুরক্ষার জন্য যারা জীবন দিতেও দুবার ভাবেন নি তাঁদের এই দেশ চিরকাল মনে রাখবে। আমাদের সেনাবাহিনীর সাহসী বীরদের কাছে দেশবাসী চিরকাল ঋণী।
পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "পাকিস্তান ইতিহাস থেকে কিছুই শিক্ষা নেয়নি। মোদী বলেন, আমি সন্ত্রাসবাদের এই সমর্থকদের বলতে চাই যে তাদের ঘৃণ্য পরিকল্পনা কখনই সফল হবে না এবং আমাদের সাহসী সেনারা পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাসবাদকে দমন করবে। শত্রুকে যোগ্য জবাব দিতে আমাদের দেশের সেনারা পুরোপুরি প্রস্তুত”।
কার্গিল বিজয় দিবসের ২৫ তম বার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "আজ আমি আবার কার্গিলের মাটিতে এসেছি, তাই স্বাভাবিকভাবেই অতীতের সেই স্মৃতিগুলি আমার মনে তাজা হয়ে উঠেছে৷ আমার মনে আছে কীভাবে আমাদের বাহিনী এত উচ্চতায় কঠিন যুদ্ধে সামিল হয়েছিল। কীভাবে তারা নিজেদের সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তা আজ প্রতিটি দেশবাসী স্মরণ করছেন"।
আরও পড়ুন - < Kargil Vijay Diwas: আত্মত্যাগের সর্বোচ্চ সম্মান, কার্গিল বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদীর >
তাঁর ভাষণে, প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি সেই সকল সাহসী যোদ্ধাদের শ্রদ্ধার সাথে অভিবাদন জানাই যারা দেশের জন্য জয় এনেছে…" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "অগ্নিপথ প্রকল্প দেশের শক্তি এবং যুবকদের সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে। কিছু মানুষ এমন ভুল ধারণা ছড়াচ্ছে যে সরকার পেনশনের টাকা বাঁচাতে এই স্কিম নিয়ে এনেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে আমি এমন লোকদের এই ধরণের চিন্তা আমাকে লজ্জিত করে। আমার কাছে 'দল' নয়, 'দেশ'ই সর্বোচ্চ… আমরা জাতীয় নীতির জন্য কাজ করি, রাজনীতির জন্য নয়…"।