Advertisment

মাসুদ আজহারের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ পাক সরকারের 

জঙ্গি গোষ্ঠী আলকায়দার সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় বুধবার মাসুদ আজহারকে আন্তরজাতিক সন্ত্রাসবাদীর তকমা দেয় রাষ্ট্রপুঞ্জ। গত ফেব্রুয়ারির পুলওয়ামা হামলার দায় স্বীকার করেছিল জইশ-ই-মহম্মদ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ। এই অবস্থায় পদক্ষেপ করতে বাধ্য হল পাক প্রশাসন। শুক্রবার পাক সরকার জানিয়েছে মাসুদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisment

পিটিআই সূত্রে খবর সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব পাকিস্তান (এসইসিপি) ব্যাঙ্ক নয়, দেশের এমন সব প্রতিষ্ঠানকে আজহারের যাবতীয় বিনিয়োগ বাতিল করার নির্দেশ দিয়েছে। জইশ প্রধানের কোনও রকম অস্ত্র ও গোলা কেনা বেচার ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে পাক সরকার।

জঙ্গি গোষ্ঠী আলকায়দার সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় বুধবার মাসুদ আজহারকে আন্তরজাতিক সন্ত্রাসবাদীর তকমা দেয় রাষ্ট্রপুঞ্জ। গত ফেব্রুয়ারির পুলওয়ামা হামলার দায় স্বীকার করেছিল জইশ-ই-মহম্মদ।

আরও পড়ুন, ধেয়ে আসছে ফণী, বন্ধ হতে পারে মেট্রো

পিটিআই সূত্রে জানা গিয়েছে সন্ত্রাস দমন বিরোধী আইনের তালিকায় মাসুদের নাম থাকায় পুলিশের অনুমতি ছাড়া কোথাও যেতে পারবে না মাসুদ।  পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল জানিয়েছেন সন্ত্রাস দমনে পাকিস্তান আন্তরজাতিক সম্প্রদায়ের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করবে।

জম্মু কাশ্মীরে গত ফেব্রুয়ারি মাসে জঙ্গি হামলার পরের দিনই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পারিষদে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স মাসুদ আজহারকে ব্ল্যাক লিস্টেড করার প্রস্তাব এনেছিল।

Read the full story in English

Terrorist
Advertisment