Advertisment

বাড়ছে মৃত্যুর সংখ্যা, তবু পাকিস্তানে উঠে গেল লকডাউন

পাক প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি দিয়েছেন সামাজিক দূরত্ববিধি মেনে না চললে যেকোনো সময় লকডাউন পুনরায় চালু হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা পরিস্থিতি প্রতিদিনই বাড়ছে পাকিস্তানে। শেষ ২৪ ঘন্টাতে নতুন ১৬৩৭টি কেস ধরা পড়েছিল। তবে এরমধ্যেই লকডাউন তুলে ফেলছে পাকিস্তান।

Advertisment

পাকিস্তানে আপাতত আক্রান্তের সংখ্যা ২৭৪৭৪ জন। এরমধ্যে শেষ দিনে মারা গিয়েছেন নতুন করে ২৪ জন। তবে তারমধ্যেই লকডাউন তুলে নেওয়ার ঘোষণায় অনেকেই সিঁদুরে মেঘ দেখছেন। রাস্তার ধারে বিভিন্ন চেক পয়েন্টে কর্তব্যরত ছিলেন সেনাবাহিনীর জওয়ানরা। তাঁদের দেখা গিয়েছে ব্যারাকস ছেড়ে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হতে।

দুদিন আগেই প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছিলেন, ধীরে ধীরে লকডাউন তুলে ফেলা হচ্ছে। কারণ দৈনিক রুজি রোজগার বন্ধ হয়ে যাওয়া নাগরিকদের আর্থিকভাবে সাহায্য করতে পারছে না পাক সরকার।

ইমরান খান আরো জানিয়েছিলেন, তিনি দুঃস্থ পাক নাগরিকদের আর্থিকভাবে সাহায্য করতে চেয়েছিলেন। তবে লকডাউনের কারণে যাঁরা কাজ হারিয়েছেন তাঁদের সাহায্য করতে পারেননি তিনি। এর মধ্যেই দেশের মৌলভিরা চাপ বাড়িয়েছিল মসজিদ খুলে দেওয়ার জন্য। তাই প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও সেই চাপের কাছে নতি স্বীকার করে লকডাউন তুলে ফেলার প্রস্তাবে সায় দেন ইমরান খান।

ফেব্রুয়ারিতে প্রথম করোনায় মৃত্য ঘটে পাকিস্তানে। তারপর থেকে সেই সংখ্যা মে মাসে এসেছে ৬১৮-এ।

লকডাউন তুলে ফেললেও পাক প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি দিয়েছেন সামাজিক দূরত্ববিধি মেনে না চললে যেকোনো সময় লকডাউন পুনরায় চালু হতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই মাসেই মৃত্য আর আক্রান্তের সংখ্যা শীর্ষে পৌঁছাবে পাকিস্তানে। ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য ক্ষেত্র চালু হলেও পকিস্তানে বিদ্যালয় বন্ধ থাকবে জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

pakistan Lockdown
Advertisment