Advertisment

ফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, সেনার গুলিতে নিহত পাক জঙ্গি

বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার ছক কষেছিল জঙ্গিরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Pakistan militant killed as Army foils infiltration bid in Rajouri

জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনা।

আবারও সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা পাক জঙ্গির। তবে এবারও সেই অভিসন্ধি ভেস্তে দিয়ছে ভারতীয় সেনাবাহিনী। জম্মু কাশ্মীরের রাজৌরিতে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত এক পাক জঙ্গি। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভিম্বার গলি সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের ছক কষেছিল পাক জঙ্গিরা। তবে সেনার কড়া নজরদারিতে তাদের সেই চেষ্টা আবারও ব্যর্থ হয়েছে।

Advertisment

নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান থেকে প্রায়শই জঙ্গিরা এদেশে ঢুকে পড়ার চেষ্টা করে। পাক সেনাবাহিনীর মদতেই বারবার এই অনুপ্রবেশের চেষ্টা চলে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে রাজৌরিতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার ছক কষছিল পাক জঙ্গিরা।

টহলদারির সময়েই বিষয়টি নজরে আসে সেনা-জওয়ানদের। তড়িঘড়ি রাজৌরির ভিম্বার গলি সেক্টরের ওই এলাকা ঘিরে ফেলে সেনা। জঙ্গি অনুপ্রবেশ রুখতে তৎপরতা নেন জওয়ানরা। সেনার গুলিতে এক পাক জঙ্গি নিহত হয়েছে। নিহতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন- ফের দৈনিক সংক্রমণ ১০ হাজারের গণ্ডি ছাড়াল, করোনার নয়া স্ট্রেন নিয়ে উদ্বেগ

বৃহস্পতিবার রাতে ওই ঘটনার পর থেকেই এলাকায় নজরদারি বহুগুণে বাড়িয়েছে সেনা। লাগোয়া এলাকাগুলিতেও তল্লাশি বেড়েছে। সীমান্ত লাগোয়া গ্রামগুলিতেও সেনার নজরদারি বাড়ানো হয়েছে। অপরিচিত কাউকে দেখলেই দ্রুত সংশ্লিষ্ট থানা বা সেনার কার্যালয়ে খবর দিতে বলা হয়েছে বাসিন্দাদের।

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক-সহ এক জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে। এই এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে বলেও তিনি জানিয়েছেন।

Read full story in English

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন

kashmir Indian army militants
Advertisment