Advertisment

‘‘ভারতে ভোটের আগে কিছু একটা ঘটতে পারে’’, আশঙ্কায় ইমরান খান

ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, ‘‘আমার আশঙ্কা রয়েছে, ভারতে ভোটের আগে কিছু একটা ঘটতে পারে।’’

author-image
IE Bangla Web Desk
New Update
imran khan, ইমরান খান

ইমরান খান। ছবি: ফেসবুক।

বালাকোটে এয়ার স্ট্রাইকের পর আবারও কিছু ঘটতে পারে, এই আশঙ্কাই করছেন খোদ পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, ‘‘আমার আশঙ্কা রয়েছে, ভারতে ভোটের আগে কিছু একটা ঘটতে পারে।’’

Advertisment

পাশাপাশি পুলওয়ামা হামলার ১২ দিনের মাথায় গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকের নেপথ্যে ‘রাজনৈতিক কৌশল’ রয়েছে বলেই ব্যাখ্যা করেছেন পাক প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে ইমরান বলেছেন, ‘‘ভারতের জনগণের বোঝা উচিত, এসবই ভোটে জয়ের জন্য।’’ পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘যখন পুলওয়ামায় হামলার ঘটনা ঘটল, এটা নিয়ে যুদ্ধের জিগির তোলার কাজ করেছিলেন মোদী।’’

আরও পড়ুন, আপনারা পারলে, আমরাও পারি : ইমরান খান

অন্যদিকে, সন্ত্রাস দমন ইস্যুতে ইমরান বলেছেন, তাঁর ‘নয়া পাকিস্তানে’ সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘জঙ্গি দমনের কাজ আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি...এখন আমরা যা করছি, পাকিস্তানে আগে কখনও তা হয়নি।’’

এদিকে, জৈশ-এ-মহম্মদের সঙ্গে পাক যোগের কথা অস্বীকার করে পুলওয়ামা হামলার আত্মঘাতী জঙ্গির প্রসঙ্গ টেনে সে দেশের প্রধানমন্ত্রীর যুক্তি, ‘‘ভারতে জৈশ-এ-মহম্মদ রয়েছে। ১৯ বছর বয়সী যে ছেলেটি আত্মঘাতী হামলা চালাল, সে ভারতীয় কাশ্মীরি...ভারতীয় গাড়ি , ভারতীয় বিস্ফোরক, তাহলে কেন পাকিস্তানকে দায়ী করা হচ্ছে?’’

আরও পড়ুন, ইমরান খান যাই বলুন, জৈশের টিকি পাকিস্তানেই বাঁধা

উল্লেখ্য, পাকিস্তানের জৈশ যোগ নিয়ে সে দেশকে ডসিয়ার পাঠিয়েছে ভারত। কিন্তু এ বিষয়ে এখনও সরকারি কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলওয়ামা হামলার পর থেকে জঙ্গি দমনে পাকিস্তানকে পদক্ষেপ করার ব্যাপারে সরব হয়েছে ফ্রান্স, আমেরিকার মতো দেশগুলিও। জৈশ প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার ব্যাপারেও সওয়াল করে ভারতের পাশে দাঁড়িয়েছে পশ্চিমী দেশগুলি।

Read the full story in English

India pakistan imran khan PM Narendra Modi
Advertisment