/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/Pakistan-PM.jpg)
শেহবাজ শরিফ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। দুবাইয়ের আল আরবিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেহবাজ একথা জানিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'আমরা আমাদের শিক্ষা নিয়েছি।' সেই শিক্ষা থেকে কাশ্মীর-সহ বিভিন্ন জ্বলন্ত ইস্যুতে তিনি ভারতের সঙ্গে 'গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল' বৈঠক চান। একইসঙ্গে ভারতের প্রতি সাক্ষাৎকারে বেশ ইঙ্গিতপূর্ণ বার্তাও প্রেরণ করেছেন শেহবাজ। তিনি বলেছেন, 'আমরা দুই দেশই পরমাণু শক্তিধর। যদি কিছু ঘটে যায়, দায়িত্ব কে নেবে?'
In ref. to PM Shehbaz Sharif's interview to Al Arabiya, the spokesman of the PM Office has said the PM has consistently maintained that Pakistan & India must resolve their bilateral issues, especially the core issue of Jammu & Kashmir, through dialogue and peaceful means. 1/3
— Prime Minister's Office (@PakPMO) January 17, 2023
এই প্রসঙ্গে শেহবাজ বলেন, 'ভারতীয় নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমার বার্তা যে, মোদী আলোচনার টেবিলে বসুন। কাশ্মীর-সহ বিভিন্ন জ্বলন্ত ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল বৈঠক করুন। এটা আমাদের ব্যাপার যে আমরা নিজেদের মধ্যে ঝগড়া করে সময় নষ্ট করব। না-কোনও শান্তিপূর্ণ আর ফলপ্রসূ আলোচনা করব। ভারতের সঙ্গে আমাদের তিনটে যুদ্ধ হয়েছে। তাতে শুধু কষ্টই বেড়েছে। দারিদ্র বেড়েছে। জনগণের মধ্যে বেকারত্ব বেড়েছে। আমরা শিক্ষা নিয়েছি। এখন আমরা ভারতের সঙ্গে শান্তিপূর্ণ ভাবে বাঁচতে চাই। সেটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের মূল সমস্যাগুলো মেটাতে পারব।'
আরও পড়ুন- বিচার ব্যবস্থা নিয়ে কেন্দ্রের ভূমিকায় ফুঁসছেন মমতা! কী চাইছেন মুখ্যমন্ত্রী?
ওই টেলিভিশন সাক্ষাৎকারে শেহবাজ আরও বলেন, 'ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমরা প্রতিবেশী। আমরা যদি প্রতিবেশী না-হতাম, এসব নিয়ে কোনও কথাই উঠত না।' এসব বলেও কাশ্মীর নিয়ে মোদী সরকারকে একহাত নিয়েছেন শেহবাজ। তিনি বলেন, 'পাকিস্তান শান্তি চায়। কিন্তু, বর্তমানে কাশ্মীরে যা কিছু ঘটছে, সেসব বন্ধ হওয়া দরকার।' শেহবাজ জানান, ভারত এবং পাকিস্তান এই দুই দেশেরই যথেষ্ট ভালো মানের ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং দক্ষ শ্রমিক রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথায়, 'আমরা এইসব মানবসম্পদ উন্নতির লক্ষ্যে কাজে লাগাতে পারি। তাতে গোটা অঞ্চলে শান্তি আসবে। তাতে দুই দেশেরই অগ্রগতি ঘটবে।'
শান্তির বার্তা দিয়ে শেহবাজ বলেন, 'পাকিস্তান অস্ত্র এবং বোমার পিছনে সম্পদ নষ্ট করতে চায় না। আমরা পরমাণু শক্তিধর। যথেষ্ট অস্ত্র আছে। আর, ঈশ্বরের ইচ্ছায় যদি যুদ্ধ লেগে যায়, কী হয়ে যাবে কে বলতে পারে!'
Read full story in English