Advertisment

"আমি যোগ্য নই, কাশ্মীর সমস্যা মেটাতে পারলে তবেই নোবেল"

প্রতিবেশী দুই দেশের মধ্যে ক্রমশ বাড়তে থাকা উত্তেজনার আবহে ইমরান খানের 'দায়িত্বশীল' পদক্ষেপ যুদ্ধ হওয়া আটকেছে, তাই তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্যতম প্রাপক, এমনই দাবি করেছে পাক মন্ত্রিসভার সদস্যরা।

author-image
IE Bangla Web Desk
New Update
imran khan, ইমরান খান

ইমরান খান। ছবি: টুইটার।

ভারত-পাকিস্তান দু'দেশের যুদ্ধ পরিস্থিতিতে ইতি টানার জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ইমরান খানের, দিন দুয়েক আগে এমন মতই প্রকাশ করেছিল পাক মন্ত্রিসভার সদস্যরা। সোমবার সেই সূত্র ধরেই ইমরান খান বলেছেন "কাশ্মীর সমস্যার সমাধান করতে পারবে যে, নোবেল শান্তি পুরস্কার তাঁরই প্রাপ্য"।

Advertisment

টুইটারে তেহরিক-ই-ইনসাফ প্রধান লিখেছেন, "আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই। কাশ্মীরের মানুষের ইচ্ছে মেনে কাশ্মীর সমস্যার সমাধান করে ভারতীয় উপমহাদেশে শান্তি ফেরাতে পারবেন যে, সে-ই এই পুরস্কার পাওয়ার যোগ্য"।

২ মার্চ পাক কেন্দ্রীয় মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে দেশে ফিরিয়ে দেয় পাকিস্তান। তার দু'দিন আগে ভারতের মিগ ২১ বিমানকে গুলি করে পাকিস্তানের মাটিতে নামানো হয়। অভিনন্দনের মুক্তিকে শান্তিকামী পদক্ষেপ হিসেবেই ঘোষণা করেছিলেন পাক প্রধানমন্ত্রী।

আরও পড়ুন, ভোলবদল! শীঘ্রই মাসুদ আজহারের বিরুদ্ধে পদক্ষেপ পাকিস্তানের?

প্রতিবেশী দুই দেশের মধ্যে ক্রমশ বাড়তে থাকা উত্তেজনার আবহে ইমরান খানের 'দায়িত্বশীল' পদক্ষেপ যুদ্ধ হওয়া আটকেছে, তাই তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্যতম প্রাপক, এমনই দাবি করেছে পাক মন্ত্রিসভার সদস্যরা।

ভারতের প্রাক্তন আইএএস আধিকারিক শাহ ফয়জলও টুইট করে জানিয়েছেন, "অভিনন্দনের মুক্তির সিদ্ধান্তের জন্য একটি নয়, দু'দুটি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য পাক প্রধানমন্ত্রী।

Read the full story in English

Surgical Strike Pulwama Attack nobel prize imran khan
Advertisment