পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিল সেদেশের সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সুপ্রিম কোর্ট এই গ্রেফতারিকে অবৈধ বলে জানিয়েছে। এমনটাই দাবি করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম 'ডন'।
আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরানের গ্রেফতারির বিরুদ্ধে আবেদনের কথা শুনেছেন শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ। যার নেতৃত্বে ছিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল। বিচারপতিরা খানকে ইসলামাবাদ হাইকোর্টের কাছে যাওয়ার জন্য ইমরান খানকে নির্দেশ দিয়েছেন। কারণ, সেখান থেকেই ইমরানকে গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার ইমরানকে গ্রেফতার করেছিল পাকিস্তানের আধাসামরিক বাহিনী। ইমরানকে মুক্তির নির্দেশ দেওয়ার পাশাপাশি, তাঁকে হিংসাত্মক বিক্ষোভের নিন্দাও করতে নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
ইমরান খান সুপ্রিম কোর্টকে জানিয়েছেন যে তাঁকে ইসলামাবাদ হাইকোর্ট থেকে অপহরণ করা হয়েছিল। তাঁকে লাঠিপেটা করে আঘাত করা হয়েছে। অ্যারি নিউজকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। সহিংস প্রতিবাদ সম্পর্কে পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) প্রধান আদালতকে জানিয়েছেন, গ্রেফতারের পরে ঠিক কী ঘটেছে, সেই সম্পর্কে তাঁর কোনও ধারণাই নেই।
আরও পড়ুন- জ্বলছে ব্যানার, পুড়ছে টায়ার! হিংসার আবহে ছাড়খার পাকিস্তান, হত ৮
বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের জাতীয় জবাবদিহিতা ব্যুরো (এনএবি) ধৃত পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে সুপ্রিম কোর্টে নিয়ে এসেছিল। খানের সমর্থক ও সুরক্ষা বাহিনীর মধ্যে হিংসাত্মক সংঘর্ষের ফলে ইতিমধ্যে কমপক্ষে আট জন প্রাণ হারিয়েছেন। আর, পাকিস্তানজুড়ে প্রায় ৩০০ জন আহত হয়েছেন। তারমধ্যেই বুধবার পাকিস্তানের একটি দুর্নীতি দমন আদালত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানকে আট দিনের দুর্নীতি দমন শাখার হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের একটি ঘরের মধ্যে প্রবেশ করে ইমরানকে গ্রেফতার করেছিল পাকিস্তানের আধাসামরিক বাহিনী।
পিটিআই নেতা বাবর জানিয়েছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হেফাজতে রয়েছেন। সুপ্রিম কোর্ট শুক্রবার পিটিআই চেয়ারম্যানকে ইসলামাবাদ হাইকোর্টের সামনে হাজির হতে নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ইমরান খান তাঁর সমর্থকদের শান্ত হতে আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, 'আমরা কেবল দেশে নির্বাচন চাই।' কোনও হিংসাত্মক আন্দোলন করার প্রয়োজন নেই। এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ সংস্থা।