Advertisment

Pakistan PM: নানা টালবাহানার পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত, শেষ পর্যন্ত কে হলেন উজির-এ-আজম?

Pakistan PTI: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ওমর আইয়ুব খান ৯২ ভোট পেয়েছেন। পিটিআই-সমর্থিত নির্দল সমর্থকদের হট্টগোল ও স্লোগানের মধ্যে নবনির্বাচিত পার্লামেন্টের অধিবেশন চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Pakistan, Imran Khan

Pakistan-Imran Khan: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ওমর আইয়ুব খান ৯২ ভোট পেয়েছেন। (ছবি-এক্সপ্রেস)

Pakistan new pm: ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শেহবাজ শরিফ। এই নিয়ে তিনি দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন। রবিবার শরিফ, পাকিস্তানের নবনির্বাচিত পার্লামেন্টে সহজেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। ৭২ বছরের শেহবাজ পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সর্বসম্মত প্রার্থী ছিলেন। মোট ৩৩৬ সদস্যের পাকিস্তান পার্লামেন্টে তিনি ২০১ ভোট পেয়েছেন।

Advertisment
Shehbaz sharif, Pakistan
Shehbaz sharif-Pakistan: সোমবার রাষ্ট্রপতি ভবন, আইওয়ান-ই-সদরে শপথবাক্য পাঠ। (এপি ছবি)

শেহবাজের প্রতিদ্বন্দ্বী, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ওমর আইয়ুব খান ৯২ ভোট পেয়েছেন। পিটিআই-সমর্থিত নির্দল সমর্থকদের হট্টগোল ও স্লোগানের মধ্যে নবনির্বাচিত পার্লামেন্টের অধিবেশন চলেছে। সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট ভবনে আইওয়ান-ই-সদরে শেহবাজকে শপথবাক্য পাঠ করাবেন বিখ্যাত দন্তচিকিৎসক তথা পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ-উর-আলভি। সাধারণ নির্বাচনের জন্য সংসদ ভেঙে দেওয়ার আগে শেহবাজ ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত একটি জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

শেহবাজ শরিফ দীর্ঘদিন পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। শরিফ পরিবার পাকিস্তানের অন্যতম খ্যাতনামা ব্যবসায়ী এবং রাজনৈতিক পরিবার। শেহবাজ শরিফ রাজনৈতিক জীবনের মত তাঁর ব্যক্তিগত জীবনও রীতিমতো ঘটনাবহুল। এপর্যন্ত তিনি পাঁচটি বিয়ে করেছেন। তার মধ্যে তিনবার ডিভোর্স দিয়েছেন।

আরও পড়ুন- মানহানিকর ভিডিও শেয়ার বা টুইট করলেই দোষী? বিরাট রায় আদালতের

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ করেছে ইমরানের দল পিটিআই। নির্বাচন শেষের পর ইমরানের পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদুল কাউন্সিল থেকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন পেশ করেছিলেন ওমর আইয়ুব। তাঁকে মোট ২০১ ভোটে পরাজিত করেছেন শেহবাজ শরিফ। আর, তার জেরেই শেহবাজ পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।

আরও পড়ুন- লক্ষ্যটা বিরাট! প্রকাশ্যে আনতে নারাজ ভারত-মরিশাস, উদ্বোধন এয়ারস্ট্রিপ, জেটির

পাকিস্তানের পার্লামেন্টে ৩৩৬টি আসনের মধ্যে ১৬৯টির ভোট পেয়ে পার্লামেন্টের নেতা হওয়ার নিয়ম রয়েছে। সেই হিসেবে, ৩৩৬ সদস্যের পাক পার্লামেন্টে ৯০টি আসনে জয়ী হন ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সমর্থিত নির্দলরা। কিন্তু, পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি একযোগে সরকার গঠনের কথা জানায়। ফলে, তাদের আসন সংখ্যা বেশি থাকায় এই জোটের প্রার্থী শেহবাজ শরিফই সরকার গঠন করতে চলেছেন।

PM pakistan Election
Advertisment