যত দিন গড়াচ্ছে ভারত-পাক সম্পর্ক ততই উথালপাতাল হচ্ছে। এবার ভারতের সঙ্গে ডাক পরিষেবা (পোস্টাল মেল) বন্ধ করে দিল পাকিস্তান। পাকিস্তানের এই একতরফা সিদ্ধান্ত আন্তর্জাতিক পোস্টাল নিয়মের পরিপন্থী বলে সোচ্চার হলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ। ভারতকে না জানিয়েই ডাক পরিষেবা ইমরান খান সরকার বন্ধ রেখেছে বলে অভিযোগ।
কী বলেছেন রবিশংকর প্রসাদ?
সংবাদসংস্থা পিটিআই-কে কেন্দ্রীয়মন্ত্রী বলেন, ‘‘এই সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক পোস্টাল নিয়ম লঙ্ঘন করেছে। পাকিস্তান পাকিস্তানেই রয়েছে’’।
জানা যাচ্ছে, ২৭ অগাস্টের পর থেকেই ভারতের পাঠানো পোস্টাল মেল গ্রহণ করেনি পাকিস্তান। মনে করা হচ্ছে, ৩৭০ ধারা বিলোপের পরই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। এ প্রসঙ্গে দিল্লিতে পোস্টাল পরিষেবার ডিরেক্টর আর ভি চৌধুরি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘‘এটা পাকিস্তানের একতরফা সিদ্ধান্ত। প্রথমবার ওরা এমন পদক্ষেপ করল...’’। প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানিয়ে সরব হয়েছে পাকিস্তান। এ নিয়ে বিশ্ব দরবারেও সরব হয় ইমরান খান সরকার।
আরও পড়ুন: ৬-১০ জন পাকিস্তানি সেনা নিহত, ধ্বংস জঙ্গি ঘাঁটি, জানালেন সেনাপ্রধান
আরও পড়ুন: ‘মনমোহন সিং জানিয়েছেন, তিনি কর্তারপুর যাচ্ছেন’
এদিকে, সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের পাল্টা হিসেবে রবিবার পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। যে ঘটনাকে ঘিরে দু’দেশের সম্পর্ক নয়া মাত্রা নিয়েছে। এ ঘটনায় সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, “জঙ্গিঘাঁটিগুলির ব্যাপক ক্ষতি হয়েছে এবং ১০ জন পাক সেনা এবং তিনটি জঙ্গি ঘাঁটিও ধ্বংস করা হয়েছে”। তিনি আরও বলেন, তাঁদের কাছে তথ্য ছিল যে জঙ্গিরা আগেই এই শিবিরগুলিতে এসেছিল। গত একমাস ধরে এই অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছিল পাক জঙ্গিরা।