ভারতে ঢুকে হামলা পাকিস্তানের, নিহত তিন সেনাকর্মী

জম্মু-কাশ্মীরের সুন্দরবনি এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনার উপর ব্যাট হামলা চালায় বলে সেনা সূত্রে জানা গিয়েছে। ঘটনায় তিনজন সেনাকর্মীর মৃত্যু হয়েছে, আরও এক সেনাকর্মী জখম হয়েছেন।

জম্মু-কাশ্মীরের সুন্দরবনি এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনার উপর ব্যাট হামলা চালায় বলে সেনা সূত্রে জানা গিয়েছে। ঘটনায় তিনজন সেনাকর্মীর মৃত্যু হয়েছে, আরও এক সেনাকর্মী জখম হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
indian army, ভারতীয় সেনা

ভারতীয় সেনাবাহিনীর উপর হামলা চালাল পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম(ব্যাট)। প্রতীকী ছবি।

আবারও ভারতের মাটিতে হামলা চালাল পাকিস্তান। রবিবার ভারতীয় সেনাবাহিনীর উপর হামলা চালাল পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)। জম্মু-কাশ্মীরের সুন্দরবনি এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনার উপর ব্যাট হামলা চালায় বলে সেনা সূত্রে জানা গিয়েছে। যে ঘটনায় তিনজন সেনাকর্মীর মৃত্যু হয়েছে, আরও এক সেনাকর্মী জখম হয়েছেন।

Advertisment

এদিনের হামলা প্রসঙ্গে সরকারি সূত্রে জানা গিয়েছে যে, দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ পাকিস্তানের কয়েকজন ভারতীয় ভূ-খণ্ডে অনুপ্রবেশ করে। রাজৌরিতে লালইয়ালির কাছে ভারতীয় ভূ-খণ্ডের প্রায় ৫০ মিটার এলাকায় পাক অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে। এরপরই ভারতীয় সেনাবাহিনীর উপর তারা হামলা চালায়। পাক অনুপ্রবেশকারীদের পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা। তাতেই দুই অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে। অস্ত্রশস্ত্রসহ দুই পাকিস্তানির দেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীরে নিহত পাঁচজন জঙ্গি

Advertisment

অন্যদিকে, এদিনের হামলায় নিহত ভারতীয় সেনাকর্মীদের চিহ্নিত করা গিয়েছে। পাক অনুপ্রবেশকারীদের হামলায় নিহত হয়েছেন হাবিলদার কুশল কুমার, ল্যান্স নায়েক রঞ্জিত সিং, রাইফেলম্যান রজত কুমার। হামলায় জখম হয়ে হাসপাতালে ভর্তি রাইফেলম্যান রাকেশ কুমার।

এ ঘটনা প্রসঙ্গে ভারতীয় সেনার মুখপাত্র জানিয়েছেন যে, এলাকা ঘিরে রাখা হয়েছে। ওই এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। উল্লেখ্য, গতমাসেই পাক রেঞ্জারদের হামলায় নিহত হন বিএসএফের এক কনস্টেবল। গত সপ্তাহেই জম্মু-কাশ্মীরে তিনটি আলাদা ঘটনায় ৫ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই তিন ঘটনায় মোট ১০ জন নিরাপত্তাকর্মী জখম হয়েছেন বলেও জানা গিয়েছে।

Read the full story here in English

national news