যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি ছুঁড়ল পাকিস্তান, নিহত ২ সেনা

বৃহস্পতিবার উপত্যকার নওগাম এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তান। নিহত হয়েছে দুই সেনাও।

বৃহস্পতিবার উপত্যকার নওগাম এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তান। নিহত হয়েছে দুই সেনাও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এক্সপ্রেস ফোটো- সোয়াইব মাসুদি

একা চিনে রক্ষা নেই পাকিস্তান দোসর! লাদাখ সীমান্ত ছাড়িয়ে এবার সীমান্তের অশান্তির রেশ জম্মু-কাশ্মীর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায়। বৃহস্পতিবার উপত্যকার নওগাম এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তান। নিহত হয়েছে দুই সেনাও। যদিও ভারতীয় সেনার তরফেও এর যোগ্য জবাব দেওয়া হয়েছে এমনটাই জানান হয়েছে।

Advertisment

প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, "পাকিস্তান বৃহস্পতিবার সকালে কুপওয়ারের নওগাম সেক্টরে এলওসি বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন শুরু করে মর্টার ও অন্যান্য অস্ত্র চালায়।" তিনি আরও জানান সীমান্তের ওপার থেকে আসা গুলিতে দু'জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। রাজেশ কালিয়া বলেন, "আহত কর্মীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাকিস্তানের এই গুলি চালানোর যথাযথ প্রতিক্রিয়াও জানান হয়েছে।"

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণ ঘাঁটি সেক্টরে পাকিস্তানি সেনার মর্টার দিয়ে গুলি চালানো এবং “তীব্র” গোলাগুলিতে এক সেনার নিহত হওয়ার একদিন পরেই এই ঘটনা ঘটল। নিহত সৈনিকটির নাম ল্যান্স নায়েক কর্ণাইল সিং। হোয়াইট নাইট কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং এবং ভারতী সেনাবাহিনীর তরফে শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর পরিবারের প্রতিও সমবেদনা জানান হয়।

Advertisment

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

pakistan