বিরাট বিপাকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। লাহোর আদালত ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
পাকিস্তানের একটি আদালত ৯ মে হিংসার ঘটনায় দুটি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর ৯ মে পিটিআই সমর্থকরা দেশ জুড়ে ইমরানের গ্রেফতারির প্রতিবাদে তান্ডব চালায়।
পাকিস্তানের একটি আদালত ৯ মে হিংসার সময় অগ্নিসংযোগ সংক্রান্ত দুটি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর ৯ মে দেশ জুড়ে হিংসা শুরু হয়। লাহোর পুলিশ ১০ মে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) পার্টি অফিসে হামলা এবং কন্টেইনারে আগুন দেওয়ার জন্য ইমরান এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর অন্যান্য নেতাদের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করেছিল।
লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতের বিচারক আবের গুল খান মঙ্গলবার অগ্নিসংযোগের দুটি মামলায় পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং দলের অন্য ছয় নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এই মামলায় ইমরানকে গ্রেফতার করে আদালতে হাজির করতে পারে পাক পুলিশ।
এদিকে ইমরান খান মঙ্গলবার এক টুইট বার্তায় প্রশ্ন তুলেছেন কেন ১৬ জন নিরীহ মানুষকে গুলি করে মারা হল? তিনি বলেন, ‘যে প্রশ্নটি সবার আগে উঠে আসা দরকার- কীভাবে ওই ১৬ জন নিরস্ত্র বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হল? এখনো হত্যার তদন্ত হয়নি কেন’?