Advertisment

পাক ড্রোন গুলি করে নামাল বিএসএফ

ড্রোনটির মাধ্যমে কেন্দ্র শাসিত জম্মু-কাশ্মীরে জঙ্গিদের জন্য অস্ত্রশস্ত্র পাঠানো হচ্ছিল বলে মনে করছে বিএসএফ।

author-image
IE Bangla Web Desk
New Update
চিনা অনুপ্রবেশ নিয়ে মোদীর মন্তব্য় ঘিরে তুলকালাম-গালওয়ান নিয়ে দিল্লি-বেজিং উত্তাপ অব্য়াহত-লাদাখে মোতায়েন বিপুল সেনা-পাক ড্রোনে বিএসএফের গুলি

কাঠুয়ায় একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল বর্ডার সিকিউরিটি ফোর্স

শনিবার সকালে জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে ওই ড্রোনটিকে গুলি করে নামানো হয়। ড্রোনটির মাধ্যমে কেন্দ্র শাসিত অঞ্চলে জঙ্গিদের জন্য অস্ত্রশস্ত্র পাঠানো হচ্ছিল বলে মনে করছে বিএসএফ।

Advertisment

রাঠুয়া এলাকায় এদিন দেখা যায় ওই ড্রোন। বিএসএফের তরফে জানানো হয়েছে পাকিস্তান থেকেই এসেছিল এই ড্রোন। গুলি করে নামানোর পর ওই ড্রোন থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র।

ড্রোনের মাধ্যমে এপারে অস্ত্রপাচারের পাক কৌশল এই প্রথম। বিগত কয়েক মাস আগেই অমৃতসরের কাছে উড়ান থেকে অস্ত্র ফেলা হয়েছিল। সেগুলোর কেউ দাবিদার ছিল না। অস্ত্রগুলো পাঞ্জাব পুলিশ বাজেয়াপ্ত করে।

কাশ্মীরের জঙ্গিরা লুকিয়ে রয়েছে। এই খবর পেয়েই বিগত কয়েক সপ্তাহজুড়ে উপত্যকার বিভিন্ন অংশে অভিয়ান চালাচ্ছে যৌথবাহিনী। গত কয়েকদিনে জঙ্গি দমনে বড়সর সাফল্যও মিলেছে। এই পরিস্থিতিতে জঙ্গিরা কিছুটা কোণঠাসা বলে মনে করা হচ্ছে। তাদের হাতে অস্ত্রও কমেছে। তাই অস্ত্রের যোগান দিতেই পাক ড্রোনের ব্য়বহার বলে সূত্র জানিয়েছে।

উল্লেখ্য মে মাসের শেষের দিকে জম্মু-কাশ্মীরের কাঠুয়া গ্রামের কাছে আন্তর্জাতিক সীমানা বরাবর একটি পায়রার খোঁজ মিলেছিল । তার পায়ে রিংয়ের মত একটা জিনিস বাঁধা ছিল। সেখানে সাংকেতিক ভাষা ব্যবহার করা হয়েছিল। এই পায়রা বিশেষ প্রশিক্ষণ পেয়ে পাকিস্তান থেকে এসেছিল বলে অনুমান পুলিশের।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kashmir
Advertisment