শনিবার সন্ধেয় রাজস্থানের গঙ্গানগরের আকাশে দেখা যায় এক পাকিস্তানি ড্রোন। ড্রোনটিকে গুলি করে ধ্বংস করেছে সেনাবাহিনী।
সপ্তাহ দুয়েক আগেই ভারত-পাক সীমান্তের নিকটবর্তী গুজরাতের কছে একটি পাক ড্রোন দেখা গিয়েছিল। শনিবার সন্ধে ৭ টা ৩০ মিনিট নাগাদ ফের একই ঘটনা ঘটল। রাজস্থানের গঙ্গানগরে ভারত-পাক সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে পাক ইউএভি (আনম্যান্ড এরিয়াল ভেহিকল)। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী পাক ড্রোনটিকে গুলি করে ধ্বংস করেছে।
Indian Army: One Unmanned Aerial Vehicle (UAV) intrusion in Rajasthan’s Sri Ganganagar sector around 1930 hours today. The drone was engaged & brought down. pic.twitter.com/5KZM444Evf
— ANI (@ANI) March 9, 2019
আরও পড়ুন, ফাস্ট-ট্র্যাক কোর্ট বন্ধ করে দিয়েছিল কেন্দ্র, রাজ্য চালাচ্ছে: মমতা
পুলিশের তরফে পিটিআই-কে জানানো হয়েছিল এর আগে ২৭ ফেব্রুয়ারি ভারতীয় সেনাবাহিনী বালাকোটের জঙ্গি ঘাঁটিতে হামলা চালানোর পরদিন, গুজরাতের আকাশে সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে ঢুকে পড়েছিল একটি পাক ড্রোন। গুলি করে ধ্বংস করা হয় ড্রোনটিকে। গুজ্রাতের কছের কাছে নানঘাটাড় গ্রামে ড্রোনটির ধ্বংসাবশেষ পরে থাকতে দেখা গিয়েছে।