ফের সীমান্তে পাক বাহিনীর হামলা। পাক বাহিনীর ছোঁড়া গুলি ও মর্টারে শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান। গুরুতর জখম দু'জন। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার কিরনী সেক্টরের শাহপুরের কাছে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালায় পাকিস্তান। কোনও প্ররোচনা ছাড়াই উস্কানিমূলক কাজ করে চলেছে পাকিস্তান, অভিযোগ ভারতের।
শনিবার রাতে সীমান্তের ওপার থেকে সেনা ছাউনি লক্ষ্য করে অবিরাম গুলি বর্ষণ করে পাকিস্তান। যদিও এর পালটা উপযুক্ত জবাব দেয় ভারতীয় সেনা। ভারতের পালটা জবাবে পাকিস্তানি বেশ কয়েকটি পোস্ট ভেঙে পড়েছে বলে সূত্র মারফত খবর রয়েছে।
ভারতীয় সেনা জানিয়েছে, পাক বাহিনীর গুলিতে তিন সেনা কর্মী গুরুতর জখম হয়। তক্ষনাৎ তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক জনের মৃত্যু হয়। চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার পুঞ্চ ও রাজৌরিতে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে পাক বাহিনীর হামলার ঘটনা ঘটল।
দিন তিনেক আগেই প্রোরচনা ছাড়া পাক বাহিনী গুলি চালালে মেন্ধার সেক্টরে এক ভারতীয় জওয়ান শহিদ হন ও স্থানীয় বাসিন্দা জখম হয়েছিলেন। সেনা সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরিতে গত কয়েকদিন ধরেই মর্টার ও গুলি চালাচ্ছে পাক বহিনী।
সেনা মুখপাত্র কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, 'মর্টার হামলার জেরে নৌসেরা সেক্টরে বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও নিয়ন্ত্রণে রেখা বরাবর রাজৌরি ও পুঞ্চের বালাকোট সেক্টরে মর্টার ও গুলি ছোঁডে পাক বাহিনী। পাল্টা যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনারা।'
জুন মাসের ৪ তারিখ পাক বাহিনীর মর্টার হামলায় রাজৌরির সুন্দরবানি সেক্টরে হাভিলদার পি মাথিয়া জাগান শহিদ হন। একই কারণে ১০ জুন রাজৌরিতেই নায়েক গুরুচরণ সিং প্রাণ হারান।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন