Advertisment

পাক বিমানঘাঁটিতে ভয়াবহ জঙ্গি হামলা, পাল্টা জবাব সেনাবাহিনীর

এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-জিহাদ।

author-image
IE Bangla Web Desk
New Update
pakistan, pakistan attack, Mianwali, Mianwali airbase, Mianwali attack, pakistan punjab terrorist attack, Pakistan Air Force Base Mianwali, miyanwali aircamp attack, pakistan air force base, Mianwali air force base terror attack, Mianwali terror attack, Pakistan airbase attack, pakistan terror attack, Tehreek-e-Jihad, pakistan militar, pakistan news", "url":"https://www.indiatoday.in/world/story/pakistans-mianwali-airbase-attacked-by-multiple-suicide-bombers-casualties-feared-2457908-2023-11-04",

এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-জিহাদ।

পাকিস্তানের বিমানঘাঁটিতে ভয়াবহ হামলা। পালটা জবাব দিয়েছে পাক সেনা।  পাকিস্তানের মিয়ানওয়ালি বিমানঘাঁটিতে বড় ধরনের আত্মঘাতী হামলার ঘটনা  ঘটেছে। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-জিহাদ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হামলায় মিয়ানওয়ালি বিমানঘাঁটির ব্যাপক ক্ষতি হয়েছে।

Advertisment

পাকিস্তানি সেনাবাহিনী একটি বিবৃতি জারি করেছে বলেছে তারা সন্ত্রাসবাদী হামলা ব্যর্থ করেছে এবং ৬ সন্ত্রাস্বাদীকে হত্যা করেছে। এর পাশাপাশি সেনাবাহিনী বলেছে যে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শেষ হয়েছে এবং আত্মঘাতী হামলায় বিমান বাহিনীর তিনটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সন্ত্রাসবাদীরা মিয়ানওয়ালি বিমানঘাঁটিতে প্রবেশের জন্য সিঁড়ি ব্যবহার করেছিল। সন্ত্রাসীরা বিমানঘাঁটিতে প্রবেশ করে এবং একের পর এক বিস্ফোরণ ঘটায়।

তেহরিক-ই-জিহাদের মুখপাত্র মোল্লা মোহাম্মদ কাসিম পাকিস্তানি বিমানবাহিনীতে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছেন। মুখপাত্র দাবি করেছেন যে বেশ কয়েকজন হামলাকারী হামলায় জড়িত ছিল।

Terrorist Attack pakistan
Advertisment