ফের বাড়ানো হল আধার ও প্যান কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা। চলতি বছরের ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত আধার ও প্যান কার্ড লিংক করাতে পারা যাবে। শনিবার, এই ঘোষণা করা হয় সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর ট্যাক্সেস-এর (সিবিডিটি) তরফে। এর আগে জানানো আধার ও প্যান কার্ড লিংকের শেষ সময়সীমা ৩০ সেপ্টেম্বর।
CBDT extends the date for linking PAN & Aadhaar from 30th September, 2019 to 31st December, 2019. Notification issued on 28.09.2019. pic.twitter.com/XlWlDe136r
— Income Tax India (@IncomeTaxIndia) September 28, 2019
সুপ্রিম কোর্টের নির্দেশে আয়কর ফাইল রিটার্নের ক্ষেত্রে আধার নম্বর এবং এই সংযুক্তিকরণ বাধ্যতামূলক। আয়কর আইনের ১৩৯এএ ধারা অনুযায়ী, নির্ধারিত দিনের মধ্যে আধার ও প্যান সংযোগ না করলে আপনার প্যান কার্ডটি মূল্যহীন হিসেবেই গণ্য করা হবে। এই নিয়ে মোট সাতবার প্যান ও আধার লিংকের সময়সীমা বৃদ্ধি করা হল। এর আগে এই সময়সীমা বাড়ানো হয় এই বছরের মার্চ মাসে।
আরও পড়ুন: সুপ্রিম কোর্ট কি সত্যিই আঞ্চলিক ভিত্তিতে ভাগ হতে পারে?
২০১৭ সালে করদাতাদের জন্য এবং আইটি ফাইল রিটার্নের জন্য প্যান কার্ডের সঙ্গে আধার যোগ করার কথা ঘোষণা করেছিল কর বিভাগ। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মেয়াদ বাড়ানো হয়েছিল। আধারকে বাধ্যতামূলক করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়। বায়োমেট্রিক সিস্টেমকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলার এখনও চূড়ান্ত ফয়সালা হয়নি। তবে আয়কর ফাইল রিটার্নের ক্ষেত্রে আধার কার্ড অথবা আধার নম্বর থাকা বাধ্যতামূলক।
আনলাইনে আদার ও প্যান কার্ড সংযোগ করতে পারেন যেকোনও মানুষ। আয়কর দফতরের ওয়েবসাইটে গিয়ে এই সংযোগ করা সম্ভব।
কীভাবে আধার এবং প্যান কার্ড সংযুক্ত করবেন?
অনলাইনে আপনাকে e-filing ওয়েবসাইটে (www.incometaxindiaefiling.gov.in) যেতে হবে। সেখানে ‘লিঙ্ক আধার’ অপশনে ক্লিক করতে হবে।
আপনার অ্যাকাউন্ট না থাকলে রেজিস্ট্রেশন করতে হবে।
লগ ইন করলে একটি পেজ খুলবে। তারপরে নীল স্ট্রিপের প্রোফাইল বেছে নিতে হবে।
সেখানেই পাওয়া যাবে আধার কার্ড লিংকের অপশন। সেটিকে সিলেক্ট করে আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে আধার লিংক অপশনে ক্লিক করতে হবে।
তবে অনলাইন ছাড়াও সংযুক্তিকরণ সম্ভব। মোবাইলের মাধ্যমেও প্যান কার্ড ও আধার কার্ড লিংক করতে পারেন। আয়কর দফতর সূত্রে জানা গিয়েছে, 567678 অথবা 56161 নম্বরে এসএমএস করে আধার ও প্যান কার্ড লিঙ্ক করা যেতে পারে।
UIDPAN<১২ অংকের আধার নম্বর> <১০ অংকের প্যান নম্বর>
এই ভাবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মেসেজ করতে হবে ওপরের যেকোনো একটি নম্বরে।
Read the full story in English