PPC 2024 Pariksha Pe Charcha: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ (২৯ জানুয়ারি) 'পরীক্ষা পে চর্চা'(PPC)-এর সপ্তম সংস্করণে আসন্ন বোর্ড পরীক্ষা উপলক্ষ্যে ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করছেন।
এই অনুষ্ঠান থেকে মোদী ছাত্র-ছাত্রীদের ঈর্ষা ও অস্বাস্থ্যকর প্রতিযোগিতায় না জড়ানোর পরামর্শ দিয়েছেন" পিপিসি একটি বার্ষিক ইভেন্ট যেখানে প্রধানমন্ত্রী বোর্ড পরীক্ষার চাপ এবং উদ্বেগ সম্পর্কিত প্রশ্নগুলি নিয়ে ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করে থাকেন। MyGov পোর্টাল অনুসারে এই বছর, 205.62 লক্ষের বেশি ছাত্র, 14.93 লক্ষ শিক্ষক এবং 5.69 লক্ষ অভিভাবক 'পরীক্ষা পে চর্চা'(PPC)-এর সেশনের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
সামনেই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা। তার আগে ছাত্র-ছাত্রীদের চাপ কমাতে নতুন দিল্লির ভারত মণ্ডপমে সকাল ১১ টা থেকে পরীক্ষা পে চর্চা নিয়েআলোচনা শুরু হয়েছে। অনুষ্ঠান চলাকালীন, প্রধানমন্ত্রী মোদী দেশের লক্ষ লক্ষ ছাত্র- ছাত্রীদের পরীক্ষার চাপ ও ভয় কমাতে বেশ কিছু দাওয়াই দেবেন।
বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রাজ্যে বোর্ডের বোর্ড পরীক্ষা শুরু হয়। এই পরীক্ষাগুলো শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারণ করে। এই সকল পরীক্ষাকে কেন্দ্র করে শিশুদের মনে ভয়, উত্তেজনা, ভীতি কাজ করে। এই ভয় কাটিয়ে উঠতে প্রতি বছর মোদী ছাত্র-ছাত্রী-অভিভাবকদের সঙ্গে পরীক্ষা নিয়ে আলোচনা করে থাকেন।
আজ অর্থাৎ ২৯শে জানুয়ারী সকাল ১১টা থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপমে এই কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচীতে প্রধানমন্ত্রী মোদী দেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের এই মানসিক চাপ কমাতে নানাবিধ পরামর্শ দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর কথা ও গল্পও অনেক ছাত্র-ছাত্রীকে অনুপ্রাণিত করে।
2.26 কোটিরও বেশি শিক্ষার্থী, 14.93 লক্ষেরও বেশি শিক্ষক এবং 5.69 লক্ষেরও বেশি অভিভাবক PPC 2024 সেশনের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন। সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শিশুরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। অনুষ্ঠানটি ইউটিউব, এক্স এবং ফেসবুকেও লাইভ দেখা যাবে।
অনুষ্ঠানের শুরুতেই মোদী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিরাট বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, "সর্বদা নিজের সঙ্গে প্রতিযোগিতা চালিয়ে যেতে হবে। কারুর মধ্যেই ঈর্ষা থাকা উচিত নয়। অভিভাবকদের সব সময় এই বিষয়ে সচেতন থাকতে হবে। তিনি বলেন, অনেক সময় আমি দেখেছি অভিভাবকরা নিজেরাই তাদের সন্তানদের রিপোর্ট কার্ডকে তাদের ভিজিটিং কার্ড বানিয়ে দেন।