দেশের জাতীয় রাজনীতিকে আরও সাবলম্বী করতে বিল পাশ লোকসভায়। ন্যাশনাল ক্যাপিটল টেরিটরি অফ দিল্লি (সংশোধিত) এই বিল দিল্লিকে আরও স্বয়ংসম্পূর্ণ করবে।
দীর্ঘদিন ধরে চলা কেন্দ্র-রাজ্য সংঘাত দূর করতে এই বিল কার্যকরী। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এমনটা বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
নয়াদিল্লিকে আরও বেশী স্বনির্ভর করতে এই বিল।
১৫ মার্চ লোকসভায় এই বিল পেশ করা হয়েছিল।
যদিও দিল্লির শাসক দল আপের তরফে এই বিলের বিরোধিতা করা হয়েছে। তাদের অভিযোগ, এলজি বা উপ রাজ্যপালকে বেশি ক্ষমতা হস্তান্তর করবে এই বিল।
যন্তর মন্তরের সামনে এই বিলের বিরোধিতা করে প্রতিবাদ দেখান ১৫ জন আপ বিধায়ক।