Advertisment

Parliament security breach: সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় বরখাস্ত ৮ পুলিশ কর্মীকে পুনর্বহালের নির্দেশ

জুতো পরীক্ষার কোন নির্দেশ না থাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা দর্শকদের জুতো পরীক্ষা করে দেখে নি।

author-image
IE Bangla Web Desk
New Update
Parliament Security Breach

১৩ ডিসেম্বর সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটে। (ফাইল ছবি)

সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় আট পুলিশ কর্মীকে বরখাস্ত করার পাঁচ মাস পরে, সংসদের নিরাপত্তার দায়িত্বে থাকা পার্লামেন্ট সিকিউরিটি সার্ভিসেসের তরফে ফের সেই সকল পুলিশ কর্মীকে পুনর্বহাল করার বিষয়ে দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছে।

Advertisment

গত বছরের ১৩ ডিসেম্বর সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় সিআরপিএফ-এর ডিজি অনীশ দয়াল সিংয়ের নেতৃত্বে গঠিত একটি কমিটির প্রাথমিক তদন্তে নিরাপত্তার ত্রুটির বিষয়টি সামনে আসার পর দিল্লি পুলিশের আট নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করা হয়।

একটি সূত্র বলেছে, দেখা গেছে যে সমস্ত পুলিশ কর্মী সংসদে আগত সকল দর্শককে পরীক্ষা করেছে। যেহেতু কোনো দর্শকের জুতো পরীক্ষার কোন নির্দেশ ছিল না। তাই তারা সংসদে প্রবেশের আগে কারুরই জুতো পরীক্ষা করেনি। সংসদ নিরাপত্তা পরিষেবা থেকে সবুজ সংকেত পাওয়ার পরই দিল্লি পুলিশের তরফে তাদের পুনর্বহাল করার বিষয়ে একটি নতুন আদেশ জারি করা হয়েছে।

Parliament
Advertisment