সংসদের নিরাপত্তা লঙ্ঘনের মামলার এবার কাঠগড়ায় দিল্লি পুলিশ। পুলিশের বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ আনলেন এই মামলার অন্যতম অভিযুক্ত নীলম আজাদ। শনিবার দিল্লির একটি আদালতে তিনি এক বিবৃতিতে বলেছেন এক মহিলা পুলিশ আধিকারিক জোর করে 52টি ফাঁকা পৃষ্ঠায় তার স্বাক্ষর নিয়ে নেন। দিল্লি পুলিশের স্পেশাল সেল আদালতে এই অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ধৃত ৬ আসামিকে ২৭ জানুয়ারি পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।দুই অভিযুক্ত মনোরঞ্জন ডি এবং সাগর শর্মা যখন ভিজিটার্স গ্যালারি থেকে লোকসভার ওয়েলে ঝাঁপ ধোঁয়া ভর্তি ক্যানিস্টার খোলার অভিযোগে আটক করা হয়। অন্যদিকে নীলম আজাদ এবং অন্য অভিযুক্ত অমল শিন্দেকে ১৩ ডিসেম্বর নতুন সংসদ ভবনের বাইরে ধোঁয়া ভর্তি ক্যানিস্টার খোলার জন্য আটক করা হয়েছিল। আরও দু'জন - ললিত ঝা এবং মহেশ কুমাওয়াতকে পরে দিল্লি পুলিশের বিশেষ সেল গ্রেফতার করে।
কুমাওয়াত প্রধান অভিযুক্ত ঝা এবং অন্যদের সঙ্গে ভগত সিং ফ্যান পেজ নামে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে যোগাযোগ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। মামলায় ষড়যন্ত্রের প্রমাণ নষ্ট করার অভিযোগ রয়েছে ঝা-এর বিরুদ্ধে। ছয় অভিযুক্তই এখন পর্যন্ত পুলিশ হেফাজতে ছিল।