/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/09/parliament-1.jpg)
সংসদ ভবন।
করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে সংসদের বাদল অধিবেশন কাটছাঁট করা হতে পারে। শনিবার লোকসভার বিজনেস অ্য়াডভাইসরি কমিটির বৈঠকে অধিকাংশ দলই অধিবেশন সংক্ষিপ্ত করার পক্ষেই মত দিয়েছে। সূত্রের খবর, বুধ বা বৃহস্পতিবারের মধ্য়েই অধিবেশন গোটানো হতে পারে। তবে শেষদিন কবে, তা ঘোষণা করবেন স্পিকার।
উল্লেখ্য়, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে একাধিক সুরক্ষাবিধি মেনে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। বাদল অধিবেশনের শুরুতেই একাধিক সাংসদ করোনায় আক্রান্ত হয়ে পড়েন। গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি ও প্রহ্লাদ পটেল-সহ ৩০ জন সাংসদের কোভিড পজিটিভ রিপোর্ট আসার পর উদ্বেগ বাড়ে।
A consensus has been formed to curtail the ongoing Monsoon session in the BAC meeting. The @INCIndia wants a discussion on Covid pandemic &NEP. The govt wants the bills to be passed So the speaker will decide on the dates. Sources after BAC meeting @IndianExpress
— Liz Mathew (@MathewLiz) September 19, 2020
প্রসঙ্গত, করোনা-কালে সংসদের বাদল অধিবেশনে কৃষি বিল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কের আবহেই লোকসভায় ৩টি কৃষ বিল পাস হয়েছে । রাজ্য়সভায় এই তিনটি বিল পেশ করার প্রস্তুতি নিয়েছে মোদী সরকার। লোকসভায় এই বিলগুলির বিরোধিতা জানিয়ে মোদীর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন দীর্ঘদিনের শরিক শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল। অন্য়দিকে, পিএম কেয়ার তহবিল নিয়েও শাসক-বিরোধী বাগযুদ্ধে সরগরম হয়েছে সংসদের অলিন্দ। গান্ধী পরিবারকে নিয়ে অনুরাগ ঠাকুরের মন্তব্য় ঘিরে তোলপাড় হয়েছে লোকসভা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন