Advertisment

এ বছর ১ মাসেরও কম সময়ের সংসদের শীতকালীন অধিবেশন

জম্মু-কাশ্মীর ইস্যু থেকে দেশের আর্থিক মন্দা-এ নিয়ে সরগরম হতে পারে এবারের শীতকালীন অধিবেশন।

author-image
IE Bangla Web Desk
New Update
CAB, Parliament

সংসদ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

সংসদে এবার শীতকালীন অধিবেশনের মেয়াদ কাটছাঁট করা হল। আগামী ১৮ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। সংসদের দুই কক্ষের সচিবালয়ে একথা জানিয়েছে সংসদ বিষয়ক মন্ত্রক। উল্লেখ্য, গত ২ বছরে নভেম্বরের ২১ তারিখ থেকে শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল, যা শেষ হয়েছিল জানুয়ারির প্রথম সপ্তাহে।

Advertisment

জানা যাচ্ছে, গত সপ্তাহেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে এ নিয়ে বৈঠকে বসে সংসদ বিষয়ক মন্ত্রিসভার কমিটি। সেই বৈঠকে শীতকালীন অধিবেশনের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: অযোধ্যা মামলা: ‘আগামী প্রজন্মের কথা মাথায় রেখে সাংবিধানিক রীতি মেনে রায় দিন’, সুপ্রিম কোর্টে আর্জি মসজিদপক্ষের

জম্মু-কাশ্মীর ইস্যু থেকে দেশের আর্থিক মন্দা-এ নিয়ে সরগরম হতে পারে এবারের শীতকালীন অধিবেশন। সংসদের বাদল অধিবেশনের সময় জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল ঘিরে যুযুধান ছিল বিরোধী শিবির। শীতকালীন অধিবেশনেও সেই প্রসঙ্গ উত্থাপিত হতে পারে। পাশাপাশি দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে যেভাবে সরব হয়েছে বিভিন্ন মহল, এ ইস্যুতেও মোদী সরকারের বিরুদ্ধে গলা হাঁকাতে পারে বিরোধীরা।

আরও পড়ুন: ৬-১০ জন পাকিস্তানি সেনা নিহত, ধ্বংস জঙ্গি ঘাঁটি, জানালেন সেনাপ্রধান

সংসদের বাদল অধিবেশনে তিন তালাক, জম্মু-কাশ্মীর পুনর্গঠিত বিল-সহ মোট ৩৬টি বিল পাস করা হয়েছিল লোকসভায়। অন্যদিকে রাজ্যসভায় ৩২টি বিল পাস করানো হয়েছিল।

Read the full story in English

national news
Advertisment