সংসদে এবার শীতকালীন অধিবেশনের মেয়াদ কাটছাঁট করা হল। আগামী ১৮ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। সংসদের দুই কক্ষের সচিবালয়ে একথা জানিয়েছে সংসদ বিষয়ক মন্ত্রক। উল্লেখ্য, গত ২ বছরে নভেম্বরের ২১ তারিখ থেকে শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল, যা শেষ হয়েছিল জানুয়ারির প্রথম সপ্তাহে।
জানা যাচ্ছে, গত সপ্তাহেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে এ নিয়ে বৈঠকে বসে সংসদ বিষয়ক মন্ত্রিসভার কমিটি। সেই বৈঠকে শীতকালীন অধিবেশনের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন: অযোধ্যা মামলা: ‘আগামী প্রজন্মের কথা মাথায় রেখে সাংবিধানিক রীতি মেনে রায় দিন’, সুপ্রিম কোর্টে আর্জি মসজিদপক্ষের
জম্মু-কাশ্মীর ইস্যু থেকে দেশের আর্থিক মন্দা-এ নিয়ে সরগরম হতে পারে এবারের শীতকালীন অধিবেশন। সংসদের বাদল অধিবেশনের সময় জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল ঘিরে যুযুধান ছিল বিরোধী শিবির। শীতকালীন অধিবেশনেও সেই প্রসঙ্গ উত্থাপিত হতে পারে। পাশাপাশি দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে যেভাবে সরব হয়েছে বিভিন্ন মহল, এ ইস্যুতেও মোদী সরকারের বিরুদ্ধে গলা হাঁকাতে পারে বিরোধীরা।
আরও পড়ুন: ৬-১০ জন পাকিস্তানি সেনা নিহত, ধ্বংস জঙ্গি ঘাঁটি, জানালেন সেনাপ্রধান
সংসদের বাদল অধিবেশনে তিন তালাক, জম্মু-কাশ্মীর পুনর্গঠিত বিল-সহ মোট ৩৬টি বিল পাস করা হয়েছিল লোকসভায়। অন্যদিকে রাজ্যসভায় ৩২টি বিল পাস করানো হয়েছিল।
Read the full story in English