এবার পালা সূর্যগ্রহণের। আগামী ১১ আগস্ট গ্রহনের সময়সীমা থাকবে ৩ ঘণ্টা ৩০ মিনিট। ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১.৩২ থেকে বিকেল ৫.০২ অবধি। বিজ্ঞানীরা জানিয়েছেন এবার আংশিক ভাবে মুখ ঢাকবে সূর্য।
আংশিক সূর্যগ্রহণ কী? সম্পূর্ণ সূর্যগ্রহনের থেকে এটি কেন আলাদা?
সূর্য, চাঁদ, পৃথিবী এক সরল রেখাতে হলে তবেই ঘটে গ্রহণ। সূর্যগ্রহণের সময়, ভ্রমণরত অবস্থায় চাঁদ কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কিছু জায়গা থেকে সূর্যকে আংশিক বা সম্পূর্ণরূপে আর দেখা যায় না কিছু সময়ের জন্য। চাঁদের ছায়া এসে পৌঁছায় পৃথিবীর ওপর। যে কারণে ছায়া পড়া অংশে খানিক সময়ের জন্য দিনের আলো থাকে না।
সম্পূর্ণ সূর্যগ্রহণকে ঘিরে আজও রয়েছে অলীক কল্পনা ও একাধিক কুসংস্কার। যা ওই অন্ধকার সময়ের জন্য পালন করে থাকেন অনেকে। এবার সূর্যকে আংশিক ভাবে আড়াল করবে চাঁদ। এখন প্রশ্ন, কোথা থেকে দেখা যাবে ১১ তারিখের সূর্যগ্রহণ। ভারত থেকে কি আদৌ দেখা যাবে?
পৃথিবীর কিছু কিছু জায়গা থেকে দৃশ্যমান হবে গ্রহণ। নাসা গ্রহণের পথ প্রদর্শন করতে একটি গডডার স্পেস ফ্লাইট সেন্টার (জিএসএফসি) মানচিত্র তৈরি করেছে। গ্রহণটি পূর্ব সাইবেরিয়ার পূর্ব উপদ্বীপে সবচেয়ে বেশি দেখা যাবে এবং উত্তর মেরুতে গ্রহণের ৬৫ শতাংশের বেশি দৃশ্যমান হবে। তবে খারাপ খবর ভারতবাসীর জন্য। তাঁরা দেখতে পাবেন না সূর্যগ্রহণ।
খালি চোখে এই গ্রহণ না দেখাই শ্রেয়। সূর্যগ্রহণের সময় এক্সরে প্লেট বা রোদ চশমা পরে দেখতে পারেন। খালি চোখে গ্রহণ দেখলে চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আংশিক সূর্যগ্রহণ দেখার ক্ষেত্রে পূর্ণগ্রাস সূর্যগ্রহনের মতই সতর্কতা বজায় রাখা প্রয়োজন। পিনহোল ক্যামেরা, ও বিশেষ সুরক্ষা চশমা চোখের ক্ষতি এড়াতে সাহাজ্য করবে।