দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর বিমানে চরম বিশৃঙ্খলা। মাঝ আকাশেই শুরু তোলপাড় ফেলা কাণ্ড। বিমানে আপদকালীন দরজা খোলার চেষ্টার অভিযোগ যাত্রীর বিরুদ্ধে।
ঠিক কী ঘটেছিল? দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগোর বিমানের এক যাত্রী মাঝ আকাশে আপদকালীন দরজা খোলার চেষ্টা করলে বিমানে আলোড়ন সৃষ্টি হয়। যাত্রীর এই আচরণের কারণে তাকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তথ্য অনুযায়ী, ইন্ডিগো ফ্লাইট 6E 6341 দিল্লি থেকে চেন্নাই যাচ্ছিল তখনই মাঝ আকাশে এক যাত্রী বিমানের আপদকালীন দরজা খোলার চেষ্টা করেন বলে অভিযোগ।
কানা গিয়েছে ওই যাত্রীর নাম মণিকন্দন। অভিযুক্ত যাত্রীকে CISF আধিকারিকদের কাছে হস্তান্তর করেছে বিমান বন্দর কর্তৃপক্ষ। ইন্ডিগো যাত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগেও ৮ জুলাই হায়দরাবাদ থেকে দিল্লিগামী ইন্ডিগো বিমানের এক যাত্রী টেক অফের সময় বিমানের আপদকালীন দরজা খুলে দিয়েছিলেন। দিল্লি বিমানবন্দরে এই বিষয়ে ওই যাত্রীর অভিযোগ করা হয়। বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গেই যাত্রীকে আটক করা হয়। তার বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়।