Advertisment

মাঝআকাশে ধুন্ধুমার! এয়ার-ইন্ডিয়ার আধিকারিকে চড় বিমানযাত্রীর, শোরগোল দিল্লিগামী বিমানে  

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনকে (ডিজিসিএ) বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Air India,Air India chicago delhi flight,air india flight" /

সিডনি থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ধুন্ধুমার কান্ড।

সিডনি থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ধুন্ধুমার কান্ড। মাঝ আকাশেই এয়ার ইন্ডিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাকে চড়, গালিগালাজ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে যায়।

Advertisment

৯ জুলাই সিডনি থেকে নয়াদিল্লি গামী বিমানে মাঝআকাশেই এয়ার ইন্ডিয়ার এক ঊর্ধ্বতন আধিকারিককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিমানে এক যাত্রীর বিরুদ্ধে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ এই বিষয়ে একটি অফিসিয়াল বিবৃতিতে বলেছে, এই ঘটনায় তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।অভিযোগ সিডনি থেকে নয়াদিল্লিগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমানে এক যাত্রী এয়ার ইন্ডিয়ার এক সিনিয়ার আধিকারিককে চড় মারেন, তাঁকে গালিগালাজ করা হয়েছে বলেও জানা গিয়েছে। বিমানে সহযাত্রীকে চেঁচিয়ে কথা বলতে বারণ করায় তিনি ওই আধিকারিকের ওপর চড়াও হন বলে অভিযোগ।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, পাঁচ তরুণ কেবিন ক্রু যাত্রীকে সামাল দিতে না পারায় এয়ার ইন্ডিয়ার আধিকারিক ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তাতেই ঘটে যায় বড় বিপত্তি। একটি অফিসিয়াল বিবৃতিতে, এয়ার ইন্ডিয়ার মুখপাত্র নিশ্চিত করেছেন যে হামলার এই ঘটনা ঘটেছে। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনকে (ডিজিসিএ) বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, "৯ জুলাই সিডনি-দিল্লি AI301-বিমানে এক যাত্রীকে তাঁর আচরণ সম্পর্কে সতর্ক করায় ওই যাত্রী সংস্থার এক সিনিয়ার আধিকারিকের ওপর চড়াও হন। তাকে হেনস্থা করেন”। বিবৃতিতে আরও বলা হয়েছে "দিল্লিতে বিমানটি নিরাপদ অবতরণের পরে, যাত্রীকে নিরাপত্তা আধিকারিকদের কাছে হস্তান্তর করা হয়, এবং যাত্রী পরে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। ডিজিসিএ-কে ঘটনার বিষয়ে যথাযথভাবে জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়া দুর্ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে”। যদিও কর্তৃপক্ষ এখনও পর্যন্ত অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করবে সে সম্পর্কে কোনও বিশদ বিবরণ দেয়নি।

Air India
Advertisment