সুপ্রিম কোর্টের তিরস্কারের পর ফের ক্ষমা চাইলেন রামদেব, পত্রিকায় বড়সড় ক্ষমাপ্রার্থনা প্রকাশ করলেন পতঞ্জলি, কী বললেন তিনি
বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় সুপ্রিম কোর্টের তিরস্কারের মুখে পড়ে সংবাদপত্রে নতুন বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাইল পতঞ্জলি। পতঞ্জলি আয়ুর্বেদের সহ-প্রতিষ্ঠাতা যোগ গুরু রামদেব এবং আচার্য বালকৃষ্ণ আজ অর্থাৎ বুধবার সংবাদপত্রে একটি নতুন বিজ্ঞাপন দিয়ে জনসমক্ষে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য ক্ষমা চেয়েছেন।
এর ঠিক একদিন আগে, মঙ্গলবার, সুপ্রিম কোর্ট, অবমাননার বিজ্ঞাপন মামলার শুনানি করার সময়, পতঞ্জলিকে জিজ্ঞাসা করেছিল পন্য বিক্রির বিজ্ঞাপনের আকারে বিজ্ঞাপন দিয়ে ক্ষমা চাওয়া হয়েছে?
এরপরই ফের সংবাদ পত্রে বড় আকারের বিজ্ঞাপন জারি করে পতঞ্জলি। সেখানে সংস্থার তরফে লেখা হয়েছে 'আমরা আমাদের বিজ্ঞাপন প্রকাশে ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং আমাদের আন্তরিক অঙ্গীকার ব্যক্ত করছি যে এই ধরনের ভুলের পুনরাবৃত্তি হবে না। আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মাননীয় আদালতের নির্দেশাবলী অনুসরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আদালতের মহিমা বজায় রাখার এবং মাননীয় আদালত/সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রযোজ্য আইন এবং নির্দেশাবলী মেনে চলার অঙ্গীকার করছি'।
উল্লেখ্য যে মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলার শুনানির সময় যোগগুরু রামদেব এবং পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের তার সহযোগী বালকৃষ্ণ বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর বেঞ্চকে বলেছিলেন যে তারা ৬৭টি সংবাদপত্রে বিজ্ঞাপন জারি করে ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। তাদের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে অতিরিক্ত বিজ্ঞাপন প্রকাশ করতে চায় সংস্থা। এরপর বেঞ্চ বলেছে, সংবাদপত্রে প্রকাশিত আগামী ৩০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
সুপ্রিম প্রশ্নে বিভ্রান্তিকর বিজ্ঞাপনে 'নিঃশর্ত ক্ষমা' চাইল যোগগুরু রামদেব। এর আগেও আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন সংস্থার সহপ্রতিষ্ঠাতা রামদেব এবং বালকৃষ্ণ। বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় সুপ্রিম কোর্টের প্রশ্নের পর পতঞ্জলি বুধবার আবারও ক্ষমাপ্রার্থনা করেছে। ক্ষমা চেয়ে সংস্থার তরফে লেখা হয়েছে, 'আমরা আমাদের বিজ্ঞাপন প্রকাশের ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং আমাদের অঙ্গীকার এই ধরনের ত্রুটির কোনভাবেই পুনরাবৃত্তি হবে না। আমরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মাননীয় আদালতের নির্দেশনা অনুসরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আদালতের গরিমা বজায় রাখার এবং মাননীয় আদালত/সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রযোজ্য আইন ও নির্দেশাবলী মেনে চলার অঙ্গীকার করছি।"
এর আগে রামদেব ও বালকৃষ্ণ সুপ্রিম কোর্টে 'নিঃশর্ত ক্ষমা' চেয়েছিলেন। তবে তাদের জনসমক্ষে ক্ষমা চাইতে বলেছিল সুপ্রিম কোর্ট। এই আবহে সংবাদপত্রে একটি বিজ্ঞাপন ছাপিয়ে ক্ষমা প্রার্থনা করেছিলেন রামদেব এবং বালকৃষ্ণ। তবে সেই বিজ্ঞাপনের আকারে 'অসন্তুষ্ট' ছিল সুপ্রিম কোর্ট। সোমবার সারাদেশের ৬৭টি পত্রিকায় ক্ষমাপ্রার্থনা প্রকাশ করেছেন বলে জানান রামদেবের আইনজীবী। পাশাপাশি তিনি জানান যার জন্য সংস্থার ১০ লক্ষ টাকাও ব্যয় হয়েছে। যদিও আদালত সেই যুক্তিতে সন্তুষ্ট হতে পারেনি। এরপরই আগের দিনের চেয়েও বড় আকারের বিজ্ঞাপন জারি করে ক্ষমা চাইল রামদেবের সংস্থা।
ফের অশান্ত মণিপুর- Lok Sabha Election 2024: দ্বিতীয় দফার ভোটের আগে পরপর বিস্ফোরণ, ফের অশান্ত মণিপুর