দিল্লির নিগমবোধ ঘাটে প্রাক্তন অর্থমন্ত্রীর শেষকৃত্যে খোয়া গেল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়-সহ ১১ জনের মোবাইল ফোন, এমনই চাঞ্চল্যকর দাবি করলেন পতঞ্জলির মুখপাত্র এস কে তিজারাওয়ালা। টুইটারে তিজারাওয়ালা অভিযোগ জানিয়ে লেখেন, তিনি এবং আরও ১০ জনের ফোন চুরি গিয়েছে অরুণ জেটলির শেষকৃত্যে। এমনকী সেই তালিকায় নাকি আছেন খোদ মন্ত্রীমশাইও।
এক উচ্চপদস্থ আধিকারিক জানান, এই ঘটনার পরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কাশ্মীরি গেট থানার পুলিশকর্মীরা জানান যে তাঁরা এই মর্মে এখনও কোনও অভিযোগ পাননি। তবে পতঞ্জলির মুখপাত্র তাঁর অভিযোগের টুইটটিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লি পুলিশকে ট্যাগ করে লেখেন, "আমরা যখন অরুণ জেটলিকে শেষ শ্রদ্ধা জানাতে যাই, সেই সময়ে যে ফোনটি থেকে ছবিগুলি তোলা হয়, সেও (মোবাইল হ্যান্ডসেটটি) আমাকে তখন শেষবারের মতো বিদায় জানায়"।
এমনকী টুইটে তিজারাওয়ালা তাঁর মোবাইল হ্যান্ডসেটটির অবস্থান সূচক গুগল ম্যাপের স্ক্রিনশটও আপলোড করেছেন। উল্লেখ্য, অরুণ জেটলির শেষকৃত্যে বিজেপি নেতাদের সঙ্গে প্রথম সারিতেই উপস্থিত ছিলেন পতঞ্জলি প্রধান তথা যোগগুরু রামদেব। তবে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় এই বিষয়ে এখনও মুখ খোলেননি।
Read the full story in English