Advertisment

খুন পাঠানকোট হামলার ‘মাস্টার মাইণ্ড’, লতিফ হত্যায় ঘনাচ্ছে রহস্য

ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়েও মুখ্য ভূমিকা ছিল লতিফের।

author-image
IE Bangla Web Desk
New Update
Pakistan news, Pakistan attack, Pakistan terrorist killed, Pathankot mastermind killed

পাকিস্তানে খুন মোস্ট ওয়ান্টেড জইশ জঙ্গি! নেপথ্যে কারা? তুঙ্গে চর্চা

ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী শহীদ লতিফ খুন, পাকিস্তানে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিদের গুলিতে নিহত হয়েছেন পাঠানকোট হামলার মূল ষড়যন্ত্রকারী শহীদ লতিফ। জয়শ-ই-মহম্মদ জঙ্গি শহীদ লতিফ পাকিস্তানে অজানা আততায়ীদের গুলিতে নিহত হয়েছে বলে জানা গিয়েছে। পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড ছিলেন তিনি।

Advertisment

পাকিস্তানের শিয়ালকোটে ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী শহীদ লতিফকে গুলি করে খুন করা হয়েছে। পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড লতিফের খোঁজে কোমর বেধে আসরে নামে এনআইএ। লতিফ পাকিস্তানের গুজরানওয়ালার বাসিন্দা এবং জইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য। লতিফ শিয়ালকোটে বসেই জইশের হয়ে কাজ করত, তার দায়িত্ব ছিল জঙ্গি হামলার পরিকল্পনা করা।

শহীদকে ১৯৯৪ সালে গ্রেফতার করা হয় এবং প্রায় ১৬ বছরের সাজা ভোগ করার পর তাকে পাকিস্তানে পাঠানো হয়। পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে ২শে জানুয়ারি জঙ্গি হানা ঘটে, এর পিছনেও মূল অভিযুক্ত ছিলেন তিনি।  শুধু তাই নয়, ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়েও মুখ্য ভূমিকা ছিল লতিফের। ৪১ বছর বয়সী লতিফ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (জেএম) এর সদস্য এবং ২রা জানুয়ারী, ২০১৬-তে শুরু হওয়া পাটাহানকোট হামলার মূল ষড়যন্ত্রকারী ছিলেন।

Jaish-e-Mohammad
Advertisment