Advertisment

পাতিয়ালা সংঘর্ষের জেরে বদলি করা হল পুলিশের তিন শীর্ষ কর্তাকে, বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা

এলাকার শান্তি বজায় রাখতে সকাল ৯:৩০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জেলা জুড়ে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।

author-image
IE Bangla Web Desk
New Update
Patiala clash

পাতিয়ালা সংঘর্ষের ২৪ ঘণ্টা পার হতে না হতেই বদলি করা হল জেলার তিন শীর্ষ পুলিশ কর্তাকে।

শিবসেনা কর্মী ও শিখ নিহাঙ্গদের মধ্যে সংঘর্ষের জেরে গতকালই উত্তপ্ত হয়ে উঠেছিল পাঞ্জাবের পাতিয়ালা। পরিস্থিতি সামলাতে শূন্যে গুলি ছোড়ে পুলিশ। এদিকে পাতিয়ালা সংঘর্ষের ২৪ ঘণ্টা পার হতে না হতেই বদলি করা হল জেলার তিন শীর্ষ পুলিশ কর্তাকে।

Advertisment

মুখ্যমন্ত্রী ভগবন্ত মান অবিলম্বে পুলিশের আইজি সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) এবং পাতিয়ালার পুলিশ সুপার (এসপি) কে অবিলম্বে বদলির নির্দেশ দিয়েছেন।

এদিকে এই ঘটনার জেরে আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত ইন্টারনেট ও মেসেজিং পরিষেবাও বন্ধ রাখার নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। এক সরকারি নির্দেশে বলা হয়েছে এলাকার শান্তি বজায় রাখতে সকাল ৯:৩০ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জেলা জুড়ে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। মুখ্যমন্ত্রী অবিলম্বে এই ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির কথা ঘোষণা করেছেন।

খালিস্তানিপন্থীদের বিরুদ্ধে শুক্রবার মিছিলের ডাক দিয়েছিল শিবসেনা। নিজেদের হিন্দুস্তানপন্থী বলে দাবি করে তারা। পাতিয়ালার কালী মন্দিরের বাইরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। শিখ নিহঙ্গরা শিবসেনার খালিস্তান বিরোধী মিছিলের ডাকের বিরোধিতা করে। পাল্টা দুখ নিওয়ারান সাহেব গুরুদ্বারের সামনে জড়ো হয়েছিল। পুলিশ তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও নিহাঙ্গরা খালিস্তানপন্থী স্লোগান তুলে মন্দিরের দিকে যাত্রা করে। তখনই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুন: হাঁসফাঁস গরমে নাজেহাল সাধারণ মানুষ, দেশের একাধিক রাজ্যে জারি তাপপ্রবাহের সতর্কতা

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ঘটনাটিকে ‘গভীর দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন। টুইটে তিনি জানিয়েছেন, ‘পুলিশ-প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত, এলাকায় শান্তি ফিরিয়ে আনা হয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং কাউকে এ রাজ্যে অশান্তি সৃষ্টি করতে দেব না। পাঞ্জাবের শান্তি ও সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

শিখ আন্দোলনকারীদের পাশাপাশি মন্দিরের অভ্যন্তরে উপস্থিত হিন্দু নেতাদের বিরুদ্ধে পাথর ছোড়ার খবর মিলেছে। শিখ বিক্ষোভকারীদের প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য মন্দিরের গেট তালাবন্ধ ছিল বলে জানা গিয়েছে। পাতিয়ালা জেলা প্রশাসন শনিবার উভয় গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে শান্তি বৈঠক ডেকেছেন।

Patiala clash
Advertisment